রোকেয়া হল প্রভোস্টের পদত্যাগ দাবি

প্রকাশ : ১৩ মার্চ ২০১৯, ১৭:০৭

জাগরণীয়া ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রোকেয়া হলের প্রভোস্ট অধ্যাপক ড. জিনাত হুদার পদত্যাগের দাবি করেছেন হলের ছাত্রীরা। গত ১১ মার্চ অনুষ্ঠিত ডাকসু ও হল সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগে তার পদত্যাগ দাবি করেছেন শিক্ষার্থীরা।

১২ মার্চ (মঙ্গলবার) রাত সাড়ে ১০টার দিক থেকে বিক্ষোভ শুরু করে ভোর ৪টা পর্যন্ত বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এসময় তারা অভিযোগ করেন ডাকসু ও হল সংসদ নির্বাচনে সাধারণ শিক্ষার্থীগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এসব অনিয়মের দায় হল প্রশাসন এড়িয়ে যেতে পারে না। এসময় প্রভোস্টের পদত্যাগ ও পুনঃনির্বাচনের দাবি জানিয়ে স্লোগান দেন তারা।

ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে যে ৫ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে তা প্রত্যাহারেরও দাবি জানান তারা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত