অনিয়মের অভিযোগে রোকেয়া হলে ভোটগ্রহণ স্থগিত
প্রকাশ : ১১ মার্চ ২০১৯, ১৫:৪৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলে ডাকসু ও হল সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগে ভোট গ্রহণ স্থগিত রাখা হয়েছে। হলের ছাত্রীদের অভিযোগের প্রেক্ষিতে বেলা সাড়ে ১১টার পর থেকে ভোট গ্রহণ স্থগিত আছে।
রোকেয়া হলের ছাত্রীদের অভিযোগ, হলে মোট নয়টি ব্যালট বাক্সে ভোট গ্রহণ হওয়ার কথা থাকলেও ছয়টি ব্যালট বাক্সে ভোটগ্রহণ শুরু হয়। পরে তারা জানতে পারেন, পাশের একটি কক্ষে বাকি তিনটি ব্যালট বাক্স রাখা হয়েছে। পরে ছাত্রীরা কক্ষটির দরজা ভেঙে ওই তিনটি ব্যালট বাক্স বের করে বাইরে নিয়ে আসেন। ব্যালট বাক্সগুলোর তালা ভেঙে দেখা যায় সেগুলোয় ব্যালট পেপার ভরা। তবে সেগুলোয় কোন সিল মারা ছিল না।
তবে রোকেয়া হলের রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা হলের হাউস টিউটর দিলারা জাহান বলেন, রোকেয়া হলে মোট ভোটার ৪ হাজার ৬০০। কিন্তু দুই হাজার বেশি ব্যালট ভোট কক্ষে আনা হয়। তাই বাকিগুলো পাশে রাখা হয়েছিল। প্রথম ব্যালটগুলো শেষ হলে পরে সেগুলো নিয়ে আসা হতো। কিন্তু কে বা কারা সেগুলো ভেঙে ছিনতাই করেছে।