ফজিলাতুন্নেছা হলের ভিপি স্বতন্ত্র প্রার্থী আশা
প্রকাশ : ১২ মার্চ ২০১৯, ১৩:১৯
জাগরণীয়া ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল সংসদের নির্বাচনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের সহ-সভাপতি পদে (ভিপি) নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী রিকি হায়দার আশা।
এই হলে ১৩টির মধ্যে আরও দুইটি পদে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন। তারা হলেন- সাংস্কৃতিক সম্পাদক তাসলিন হালিম মিম ও সাহিত্য সম্পাদক পদে খাদিজা।
১২ মার্চ (সোমবার) সন্ধ্যায় হলটির দায়িত্বে থাকা প্রিজাইডিং কর্মকর্তা এ ফল ঘোষণা করেন।