শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতে সোনিয়া-রাহুল
প্রকাশ : ০৯ এপ্রিল ২০১৭, ২১:২৯
নয়াদিল্লি সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করেছেন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সভাপতি সোনিয়া গান্ধী এবং সহ-সভাপতি ও তার ছেলে রাহুল গান্ধী।
৯ এপ্রিল (রোববার) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবনের দক্ষিণ ড্রয়িং রুমে সাক্ষাতে বসেন তিনজন।
প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, ভারতে বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী, পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক, বাগেরহাটের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহ।
এই সাক্ষাতের পর ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকের কথা রয়েছে শেখ হাসিনার। এরপর তিনি অংশ নেবেন তার সম্মানার্থে প্রণবের দেওয়া নৈশভোজে। তার আগে রাষ্ট্রপতি বভনের ভবনের অশোকা হলে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সফর সঙ্গীরা।