তিস্তা নয়, বিকল্প প্রস্তাব মমতার

প্রকাশ : ০৯ এপ্রিল ২০১৭, ১২:৩৯

জাগরণীয়া ডেস্ক

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার চার দিনের সফরের আগের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, তিস্তার পানি শুকিয়ে গেছে। এবার শেখ হাসিনার ভারত সফরে মমতা প্রস্তাব দিলেন, তিস্তা নয়, বরং তোরসার পানি নিয়ে আলোচনা হোক। তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার ও শেখ হাসিনার চলমান মেয়াদেই ওই চুক্তি স্বাক্ষরের কথা বলেছেন।

অপরদিকে বিকল্প প্রস্তাব দিয়ে মমতা আরও বলেন, ‘আমি বলেছি, আপনাদের তো জল পাওয়া নিয়ে কথা। বাংলাদেশকে জল দিতে আমার কোনও আপত্তি নেই। তোরসা রয়েছে। রয়েছে আরও নদী। সেগুলির জলের ভাগ নিয়ে সমীক্ষা হোক। সেই জল দিতে রাজ্যের বাধা নেই। বাংলাদেশ জল পাক সেটা আমিও চাই।’’

৮ এপ্রিল (শনিবার) প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যক্তিগত নৈশভোজে আমন্ত্রণ জানান মমতা বন্দ্যোপাধ্যায়কে। আমন্ত্রণে সাড়া দিয়ে রাষ্ট্রপতি ভবনের দ্বারকা স্যুইটে উপস্থিত হন মমতা বন্দ্যোপাধ্যায়। 

রাতে দুই নেতার একান্ত বৈঠকের পর রাষ্ট্রপতি ভবন থেকে বেরিয়ে সাংবাদিকদের মমতা বলেন, ‘তিস্তার জল দেওয়াটা সত্যিই সমস্যার, সে কথা আমি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বুঝিয়ে বলেছি। শুকনো মৌসুমে তিস্তায় জল কোথায়? তখন বাংলাদেশকে জল দিয়ে দিলে রাজ্যে চাষের জলের অভাব হবে। পানীয় জলও মিলবে না। তার চেয়ে অন্য কথা ভাবুন।’

শনিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার বিবৃতিতে বলেন, “দু’দেশের মধ্যে বেশ কিছু নদী রয়েছে, যা মানুষের জীবনযাত্রার সঙ্গে জড়িয়ে আছে। এর মধ্যে তিস্তা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে। তিস্তা ভারত, বাংলাদেশ এবং দু’দেশের সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ।” 

তিনি শেখ হাসিনার উদ্দেশে বলেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, একমাত্র আমার এবং আপনার সরকারই তিস্তা সমস্যার দ্রুত সমাধান করতে পারে।’

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস, আনন্দবাজার পত্রিকা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত