শিশু ধর্ষণের প্রতিবাদে কলম্বিয়ায় বিক্ষোভ সমাবেশ
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০১৬, ১৮:৪৮
জাগরণীয়া ডেস্ক
কলম্বিয়ার ধর্ষণের পর হত্যার প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রাজধানী বোগোটায় ৭ বছরের শিশু ইয়ুলিয়ানা সাম্বনীকে ধর্ষণের পর হত্যা করা হয়। এই বর্বরোচিত ঘটনা দেশটির জনগণকে বিক্ষুব্ধ করেছে।
গত রবিবার শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়।
প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্টোস এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, নগরীর একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টে শিশুটির লাশ পাওয়া যায়। তার দেহে নির্যাতনের চিহ্ন পাওয়া গেছে। শ্বাসরোধে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই ঘটনার জন্য স্থানীয় ধনী পরিবারের এক ব্যক্তিকে সন্দেহ করা হচ্ছে। পুলিশ তাকে আটক করেছে।
0Shares