ভারতে ভবন ধসে নিহত ১, ধ্বংসস্তূপে বন্দি ১০
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০১৬, ১০:৩০
জাগরণীয়া ডেস্ক
ভারতের হায়দরাবাদে একটি ছয়তলা ভবন ধসে অন্তত একজন নিহত হয়েছে। ধসে পড়া ভবনের নিচে কমপক্ষে ১০ জন আটকা পড়েছে বলে জানা গেছে। এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া।
ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, শুক্রবার (০৯ ডিসেম্বর) ভোররাতে হায়দরাবাদের তেলেঙ্গনায় এ দুর্ঘটনা ঘটে। এরই মধ্যে ধ্বংসস্তুপ থেকে ১২ জনকে উদ্ধার করা হয়েছে।
মাত্র নির্মাণ কাজ শেষ হওয়া ওই ভবনে পাঁচটি পরিবার বাস করত। এরমধ্যে চারটি পরিবার চার নির্মাণ শ্রমিকের এবং একটি ওই ভবনের দারোয়ানের। এরমধ্যে চার-পাঁচজন শিশু ও নারীও রয়েছে।
পুলিশের ডেপুটি কমিশনার বিশ্ব প্রসাদ জানিয়েছে, ঘটনার পর পরই উদ্ধার কাজ শুরু করা হয়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। ওই ভবন নির্মাণের ক্ষেত্রে 'নির্মাণ আইন' লঙ্ঘনের অভিযোগ উঠেছে।
রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন তেলেঙ্গনার মুখ্যমন্ত্রী এন নরসিংহ রেড্ডি।
0Shares