ছাত্রীর গায়ে হাত দেওয়ায় প্রধান শিক্ষককে গণধোলাই (ভিডিও)

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০১৬, ১৪:২১

জাগরণীয়া ডেস্ক

ছাত্রীর গায়ে হাত দেওয়ার অভিযোগে স্কুলের প্রধান শিক্ষককে গণধোলাই দিয়েছেন অভিভাবকরা। অভিযোগ, নিজের ঘরে ডেকে তৃতীয় শ্রেণির এক ছাত্রীর গায়ে হাত দিতেন ওই শিক্ষক। বাড়িতে কাউকে জানালে স্কুল থেকে ছাড়িয়ে দেওয়ার হুমকিও নাকি দিতেন তিনি। বহুদিন ধরেই এমনটা চলছিল বলে অভিযোগ পাওয়া যায়। 

বৃহস্পতিবার (০৮ সেপ্টেম্বর) সকালে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দার্জিলিং জেলার শিলিগুড়ি শহরের এনজেপি রেলওয়ে গার্লস প্রাইমারি স্কুলে এ ঘটনা ঘটে। এ সময় স্কুলের প্রধান শিক্ষক ছট্টু হাসদা অভিভাবকদের ওপর চড়াও হলে দু’পক্ষের মধ্যে পাল্টাপাল্টি মারধর হয়। শিক্ষার্থীদের সামনেই ওই শিক্ষক-অভিভাবকদের মধ্যে মারামারি হয়।

জানা যায়, সেই ছাত্রী তার মাকে গিয়ে সব জানালে বৃহস্পতিবার সকাল স্কুলের অন্যান্য অভিভাবকেরা স্কুলের সামনে জমায়েত হন। স্কুল চলাকালীন ওই অভিযুক্ত শিক্ষকের কাছে যাওয়া হয়। প্রধান শিক্ষক জানান, পড়া না পারায় ওই ছাত্রীর গায়ে হাত দেওয়া হয়েছিল। এর পর উপস্থিত অভিভাবকেরা প্রধান শিক্ষককে মারধর করতে শুরু করেন। 

স্কুলের ছাত্রীদের সামনেই চলতে থাকে চড়-থাপ্পড়, বোতল-ছাতা দিয়ে বেধড়ক মার। পালটা মারধর করেন ওই শিক্ষকও। শেষমেষ এনজেপি থানার পুলিশ এসে ওই শিক্ষককে থানায় নিয়ে যায়। অভিভাবকদের তরফে লিখিত অভিযোগের ভিত্তিতে ওই শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে অভিযুক্ত শিক্ষকের দাবি, সব অভিযোগ ভিত্তিহীন। মিথ্যে অপবাদ দেওয়া হচ্ছে। 

সূত্র: এবেলা

 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত