নিচু জাত, তাই একাই বয়ে নিতে হল মায়ের মরদেহ

প্রকাশ : ১৮ জানুয়ারি ২০১৯, ১৮:২৫

জাগরণীয়া ডেস্ক

নিচু জাত বলে মায়ের শেষকৃত্যে এগিয়ে আসেনি প্রতিবেশী কেউ। তাই বাধ্য হয়ে একাই মায়ের মরদেহ সাইকেলে করে নিয়ে যেতে হলো ১৭ বছরের সরোজকে। ভারতের ওড়িশার প্রত্যন্ত গ্রাম করপাবহলে ঘটেছে এমন হৃদয়বিদারক ঘটনা। 

বাবার মৃত্যুর পর থেকে মা ও বোনের সঙ্গে মামা বাড়িতেই মানুষ হয়েছে সরোজ। দলিত বলে গ্রামে তাদের বিধিনিষেধের অন্ত ছিল না। কিন্তু মায়ের মৃত্যুর পরেও যে কেউ এগিয়ে আসবে না এমনটা হয়তো ভাবতেই পারেনি সে। কিন্তু বাস্তবতা কখনো কল্পনাকেও হার মানায়। 

চল্লিশোর্ধ্ব সরোজের মা বছর জানকি সিংহানিয়া‌র মৃত্যু হয় দুর্ঘটনায়। জল আনতে গিয়ে পা ফস্কে পড়ে যান তিনি। তাতে চরম আঘাত লাগে মাথায়। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হয় তার। কিন্তু নিচু জাত বলে মায়ের মরদেহ একাই বয়ে নিয়ে যেতে হলো সরোজকে। একটি বাঁশের কাঠামো তৈরি করে তার উপর মায়ের দেহ রেখে সেটি সাইকেলের পিছনে বেঁধে একাই নিয়ে যায় সে। কিন্তু এখানেই শেষ নয়, দলিত বলে গ্রামের শশ্মানেও নিষেধাজ্ঞা রয়েছে। তাই শেষ পর্যন্ত গ্রামের পাশের জঙ্গলে গিয়ে মায়ের দেহ সমাধিস্থ করে সে। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত