৫ রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠিয়েছে ভারত
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০১৯, ১৫:০৯
অবৈধ অনুপ্রবেশের অভিযোগে এবার পাঁচ সদস্যের একটি রোহিঙ্গা পরিবারকে মিয়ানমারে ফেরত পাঠিয়েছে ভারত।
৩ জানুয়ারি (বৃহস্পতিবার) পরিবারটিকে মনিপুর সীমান্তে মিয়ানমার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
মনিপুর সীমান্ত পুলিশ জানিয়েছে, ২০১৪ সালে আসামে স্বামী-স্ত্রী ও তিন সন্তান নিয়ে ৫ সদস্যের ওই রোহিঙ্গা পরিবারটি কোনো বৈধ কাগজপত্র ছাড়াই ভারতে প্রবেশ করে। এখন তাদেরকে আবার মিয়ানমারে ফেরত পাঠানো হল। এর আগে গত অক্টোবরে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আসামে আটক ৭ রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠিয়েছিল ভারত। চারমাসের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বার রোহিঙ্গাদেরকে মিয়ানমারে ফেরত পাঠাল ভারত।
মিয়ানমারে সহিংসতায় ৪০ হাজার রোহিঙ্গা বিভিন্ন সময়ে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে যাদের অনুপ্রবেশকারী ও নিরাপত্তার ঝুঁকি হিসেবে দেখছে ভারত। তাই তাদের চিহ্নিত করে মিয়ানমারে ফেরত পাঠানোর পদক্ষেপ নিয়েছে দেশটি।