সারোগেসি (গর্ভ ভাড়া) বিল পাস করেছে ভারত
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০১৮, ২১:১২
বহু তর্ক-বিতর্কের মধ্যেই গর্ভ ‘ভাড়া’ (সারোগেসি) নিয়ে নতুন বিল পাস করেছে ভারতের লোকসভা।
গত ১৯ নভেম্বর (বুধবার) লোকসভায় কংগ্রেস ও এআইডিএমকের সরব প্রতিবাদের মধ্যেই কণ্ঠ ভোটে পাস হয় এ বিল।
প্রসঙ্গত, অনেক সময় জরায়ুতে সুস্থ ডিম্বানু থাকলেও নানা জটিলতার কারণে গর্ভ ধারণে ব্যর্থ হন অনেক নারী। সেক্ষেত্রে আধুনিক বিজ্ঞানের সহায়তায় ভ্রূণ আরেক নারীর জরায়ুতে প্রতিস্থাপিত করে সন্তান জন্ম দেয়ার পদ্ধতিকেই বলা হয় সারোগেসি বা গর্ভ ভাড়া নেয়া।
তবে নতুন পাস করা সারোগেসি বিলে বলা হয়েছে, সন্তান ধারণে অক্ষম দম্পতির পাশে দাঁড়িয়ে কেউ যদি সারোগেসিতে অংশ নেন, তবে তা আইনসিদ্ধ। তবে তার কোন বাণিজ্যিকীকরণ চলবে না। শুধু নিকটাত্মীয়রাই সারোগেসিতে অংশ নিতে পারবেন।
লোকসভায় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নড্ডা বিল নিয়ে আলোচনা করার সময় বলেন, এই বিলের সাহায্যে আধুনিক বিজ্ঞানকে ব্যবহার করে সন্তান লাভের সুযোগ পাবে বঞ্চিত পরিবারগুলো। তবে বিবাহিতরাই কেবল এ সুযোগ পাবেন। লিভ-ইন করলে কেউ সারোগেসির অনুমতি পাবে না। এই বিলের অপব্যবহারে শাস্তির বিধান রাখা হয়েছে।