পাকিস্তানকে হারালেন বাঘিনীরা, কুবরা গড়লেন ইতিহাস
প্রকাশ : ০৮ অক্টোবর ২০১৮, ১৬:৪৪
টি-টুয়েন্টি সিরিজে বিধ্বস্ততা কাটিয়ে দারুণভাবে ফর্মে এসে পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়ে জয় ঘরে তুলেছেন বাঘিনীরা। আর ম্যাচে ৬ উইকেট একাই তুলে নিয়ে নতুন ইতিহাস গড়েছেন খাদিজাতুল কুবরা।
৮ অক্টোবর (সোমবার) শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরুই করেছিল পাকিস্তান। প্রথম জুটির ৩৮ রানের মহাকাব্য, স্কোরবোর্ডকে আরও সম্পদশালী করতে পারতো। কিন্তু দিনটি ছিল খাদিজাতুল কুবরার।
৯.৫ ওভারে ২০ রানে ৬ উইকেট হারানো পাকিস্তান দলের ঐ স্কোরবোর্ড যখন দেখাচ্ছিল, কুবরা তখন নিজের পকেটে তুলে নিছেন ৪ উইকেট। শেষ পর্যন্ত ৩৪.৫ ওভার সব উইকেট হারিয়ে পাকিস্তানের রথ থামে ৯৪ রানে। ওয়ানডে ক্রিকেটে প্রথম বাংলাদেশি হিসেবে কুবরা নেন ৬ উইকেট। ওয়ানডে ক্রিকেটে ৭ উইকেট নেয়ার কীর্তি আছে বিশ্বের দুই বোলারের। শেষ পর্যন্ত তাদের রেকর্ড ছুঁতে পেরেও পারেননি কুবরা, একটি কট এন্ড বোল্ড মিস করায়।
এদিকে, নিকটতম লক্ষ্য নিয়ে খেলতে নেমে মাত্র ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে সালমা-রুমানারা। দলের জন্য দুর্দান্ত ৪৮ রান একাই করেন ফারজানা হক পিংকি। ৩৪ রান করেন রুমানা।
চলতি মাসের শেষদিকে টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলতে ওয়েস্ট ইন্ডিজ যাচ্ছে লাল-সবুজের বাঘিনীরা। এর আগে শেষ আন্তর্জাতিক ম্যাচে পাওয়া দাপুটে জয়টি তাদেরকে অনেকবেশি আত্মবিশ্বাসী করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।