শ্রীলঙ্কাকে পেছনে ফেলে আইসিসি র‌্যাংকিংয়ে টাইগ্রেসদের উন্নতি

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২০, ০০:৪১

জাগরণীয়া ডেস্ক

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) র‌্যাংকিংয়ে শ্রীলঙ্কা নারী ক্রিকেট দলকে পেছনে ফেলে সেরা আটে ওঠে এসেছে এশিয়া কাপজয়ী বাংলাদেশ নারী ক্রিকেট দল।

৪৭ রেটিং পয়েন্ট নিয়ে নয় নাম্বারে নেমে গেছে লঙ্কান নারীরা। আর ৬১ রেটিং পয়েন্ট নিয়ে আটে উঠে এসেছে বাঘিনীরা। ১৩ রেটিং পয়েন্ট নিয়ে দশ নাম্বারে আছে আয়ারল্যান্ড। তবে ৭৭ র‌্যাটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশের ওপরে সাত নাম্বারে আছে পাকিস্তান।

১৬০ রেটিং পয়েন্ট নিয়ে বিশাল ব্যবধানে শীর্ষস্থান ধরে রেখেছে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। ১২১ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ভারত। তাদের চেয়ে ২ রেটিং পয়েন্ট কম অর্থাৎ ১১৯ রেটিং নিয়ে তিন নাম্বারে আছে ইংল্যান্ড। র‌্যাংকিংয়ের উন্নতিতে ১০৭ রেটিং পয়েন্ট নিয়ে চার নাম্বারে উঠে এসেছে দক্ষিণ আফ্রিকা। ৯৪ র‌্যাটিং পয়েন্ট নিয়ে পাঁচ নাম্বারে আছে নিউজিল্যান্ড। ৮৫ রেটিং পয়েন্ট নিয়ে ছয় নাম্বারে আছে ওয়েস্ট ইন্ডিজ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত