‘মাঠে নামলে জেতার জন্যই নামবো’
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০১৮, ১৯:০৬
‘চ্যাম্পিয়ন’ ও বাংলাদেশ নারী ক্রিকেট দল- এই শব্দ দুটি বিগত বিগত কয়েক মাস ধরে এক সুতোয় গাঁথা পড়ে গেছে। এশিয়া কাপ, আয়ারল্যান্ড সিরিজ এবং সবশেষে টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাই পর্বে - সবক্ষেত্রেই শিরোপা ঘরে এসেছে বাংলাদেশের।
এবার পাকিস্তান সিরিজেও শিরোপা অর্জনের ধারাবাহিকতা ধরে রাখতে বদ্ধ পরিকর লাল-সবুজের নারী ক্রিকেট দল। যদি পরিসংখ্যান বলছে ভিন্ন কথা, পাকিস্তানের বিপক্ষে এই পর্যন্ত খেলা ৯ টি-টোয়েন্টির মাত্র ১টিতে জয় নিয়ে মাঠ ছাড়তে পেরেছে বাংলাদেশ। সেটা এশিয়া কাপে।
কিন্তু দারুণ আত্মবিশ্বাসী দলের টি-টোয়েন্টি অধিনায়ক সালমা খাতুন বললেন, আমরা অনেক অনুশীলন করেছি, ক্যাম্প করেছি। যাতে সবাই ভাল পারফর্ম করে ভাল রেজাল্ট করতে পারি। মাঠে নামলে জেতার জন্যই মাঠে নামবো।
১৮ সেপ্টেম্বর (মঙ্গলবার) সিরিজে অংশ নিতে কক্সবাজারের উদ্দেশ্যে ঢাকা ছাড়ার আগে তিনি এসব কথা বলেন।
উল্লেখ্য, ১ অক্টোবর থেকে কক্সবাজারে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ এবং তারপরে ওয়ানডে সিরিজে শুরু হচ্ছে।