ওয়ানডেতে ৪৯০ রান করে কিউই নারীদের বিশ্বরেকর্ড
প্রকাশ : ০৯ জুন ২০১৮, ১৩:৫৯
ওয়ানডে ক্রিকেটে মাত্র ৪ উইকেট হারিয়ে ৪৯০ রান করে ক্রিকেট জগতে রীতিমত তাক লাগিয়ে দিয়েছেন নিউজিল্যান্ড নারী ক্রিকেট দল।
৮ জুন (শুক্রবার) ডাবলিনে স্বাগত আইরিশ নারীদের বিপক্ষে অসাধারণ ব্যাটিং নৈপূণ্যে এ বিশ্ব রেকর্ড করেন কিউই নারীরা। দলের ওপেনার সুজি বেটস ১২৭ বলে ১৫১ করেন; ২৪টি চার ও দুটি ছক্কার মারে এ রান করেন তিনি। আর দুর্দান্ত ব্যাটসম্যান মেডি গ্রিনের ১২১ রানের বদৌলতে ৪৯০ রানের পাহাড় গড়ে নিউজিল্যান্ডের মেয়েরা।
জবাবে ব্যাট করতে নেমে ৩৫.৩ ওভারে মাত্র ১৪৪ রানে গুটিয়ে যায় আয়ারল্যান্ডের ইনিংস। আইরিশ নারী দলের হয়ে সর্বোচ্চ রান ৩৭ করেছেন এল ডেলানি, কাসপেরেকের বলের এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ে ফিরে যেতে হয় তাকে।
স্কোর:
নিউজিল্যান্ড: ৪৯০/৫০
সুজি বেটস ১৫১ (৪*২৪, ৬*২), জেএম ওয়াটকিন ৬২ (৪*১০, ৬*০), এমএল গ্রিন ১২১ (৪*১৫, ৬*১)।
আয়ারল্যান্ড: ১৪৪/৩৫.৩
এল ডেলানি ৩৭ (৪*৪, ৬*০), জে গ্রে ৩৫ (৪*৫, ৬*০)।
ফলাফল: ৩৪৬ রানে কিউইদের দুর্দান্ত জয়।
এখন পর্যন্ত ওয়ানডে ক্রিকেট ইতিহাসে (ছেলে এবং মেয়ে) এটাই সর্বোচ্চ রানের রেকর্ড। এর আগে ১৯৯৭ সালে ক্রাইস্টচার্চে পাকিস্তানের বিপক্ষে ৪৫৫ রানের আগের রেকর্ডও কিউই মেয়েরা। তবে ছেলেদের ওয়ানডেতে এখনও সাড়ে ৪০০ রান হয়নি। সর্বোচ্চ রানের রেকর্ড ৪৪৪, যা রয়েছে ইংল্যান্ডের মুকুটে।