টি-টোয়েন্টিতে সালমা, ওয়ানডের জন্য রুমানা
প্রকাশ : ২৬ এপ্রিল ২০১৮, ০০:২৩
আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরের জন্য বাংলাদেশ নারী ক্রিকেট দলের টি-টোয়েন্টি ফরমেটে অধিনায়কের দায়িত্ব দেয়া হল অভিজ্ঞ ক্রিকেটার সালমা খাতুনকে। ওয়ানডের নেতৃত্ব দিবেন রুমানা আহমেদ। এর আগে বাংলাদেশ নারী দলের লম্বা একটা সময় ধরেই অধিনায়কের দায়িত্ব পালন করেছিলেন তিনি।
২৯ এপ্রিল (রবিবার) দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সেই সফরের আগে নেতৃত্বে পরিবর্তন করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তাকে নেতৃত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছিল। দুই বছর পর আবার জাতীয় দলের নেতৃত্বে ফেরানো হল সালমা খাতুনকে। তবে টি-টোয়েন্টিতে সালমাকে অধিনায়ক করা হলেও ওয়ানডের নেতৃত্বে রুমানা আহমেদই থাকছেন।
আফ্রিকা সফরে ৪, ৬, ৯, ১১ ও ১৪ মে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা ৫টি ওয়ানডে ম্যাচ খেলবে। ১৭, ১৯ ও ২০ মে দু’দল খেলবে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ।
আফ্রিকা সফরের জন্য বাংলাদেশ দল: রুমানা আহমেদ (অধিনায়ক, ওয়ানডে), সালমা খাতুন (অধিনায়ক, টি-টোয়েন্টি), নিগার সুলতানা জ্যোতি, ফারজানা হক, খাদিজাতুল কুবরা, ফাহিমা খাতুন, জান্নাতুল ফেরদৌস সুমনা, শামিমা সুলতানা, নাহিদা আক্তার, পান্না ঘোষ, সুরাইয়া আজমিন, সানজিদা ইসলাম, শারমিন সুলতানা, সোবহানা মোস্তারি, মুর্শিদা খাতুন, জাহানারা আলম।