পুরুষ নির্যাতন নাকি নারীর প্রতিবাদ?
প্রকাশ : ১১ আগস্ট ২০১৬, ১৪:২০
যখন নারী নির্যাতন। নারী অধিকারের প্রশ্ন উঠে-তখন অনেক পুরুষই আছেন যারা নারী নির্যাতনের চিত্রকে স্বীকার করতে চায় না। বরং তারা বলে উঠেন, তুলে ধরেন পুরুষ নির্যাতনের কথা, চিত্র। তাদের ভাষ্যমতে নারীর চেয়ে পুরুষই নাকি আজকাল বেশি নির্যাতিত হচ্ছে!
নারী পক্ষ হতে পুরুষের অন্যায়ের প্রতিবাদ, একটু রাগের স্বরই নাকি তাদের কাছে বিশাল নির্যাতন! এমন কিছু যে হচ্ছে না; তা কিন্তু নয়। হচ্ছে। আমিও মনে করি। তবে সেটা নির্যাতন নয়। প্রতিবাদ। আর এমন প্রতিবাদ আরো হোক। হতেই থাকুক। আরো জোরে জোরে উচ্চারিত হোক।
ভাবুন, যখন নারীর পক্ষ থেকে এমন ঘটনা ঘটছে-কিন্তু প্রেক্ষাপট? নারী যখন চিৎকার করে। নারী যখন উচ্চস্বরে কথা বলে। তখন সেটা নিচু শ্রেণীর এক প্রাণীকুলের জন্য। যাদের ওপর এক। আর ভেতর? বলার অপেক্ষা রাখে কি?
যারা বলেন নারী নির্যাতন হচ্ছে না। নারীরাই উল্টো নির্যাতন করছেন। তারা কি আসলে নির্যাতনের সংজ্ঞাটা জানেন? তারা কি বলবেন, কতজন পুরুষকে রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণ করা হয়েছে?
কতজন স্ত্রী স্বামীর অনিচ্ছা সত্ত্বেও জোরপূর্বক যৌন মিলন করেছে? ধর্ষণ করেছে? যৌন নিপীড়ন চালিয়েছে? ক’জন স্ত্রী তার স্বামীকে মেরে সিলিং ফ্যানে ঝুলিয়ে রেখে তা আত্মহত্যা বলে চালিয়েছে?
বলতে পারেন ক’জন নারী ক’জন পুরুষকে ইভটিজিং করেছে? ক’জন পুরুষকে তারা প্রেম প্রত্যাখ্যান করায় এসিড নিক্ষেপ করেছে? নিজের পরকীয়ার দায় স্বামীর উপর চাপিয়ে দিয়ে ক’জন স্ত্রী তালাক দিয়েছে?
অথচ এদেশে বহু সংখ্যক স্ত্রীকে খুন করে সিলিং ফ্যানে ঝুলিয়ে আত্মহত্যা বলে চালিয়ে দিয়েছে স্বামী নামের জানোয়াররা। এটা কী নির্যাতন নয়?
নিজের পরকীয়ার দায় স্ত্রীর উপর চাপিয়ে দিয়ে তালাক দেয়ার ঘটনা এ দেশে বহু ঘটেছে। এসব কী নির্যাতন নয়?
এ দেশে ইভটিজিং এর প্রতিবাদ করায় বহু মেয়েকে এসিড নিক্ষেপ করে ঝলসে দেয়া হয়েছে মুখমণ্ডল। যা এখনো হচ্ছে। এসিড দগ্ধ হয়ে, ঝলসানো মুখ নিয়ে অন্ধকারে দিনযাপন করছে বহু নারী। এসব কী নির্যাতন নয়?
রাস্তা থেকে নারীকে তুলে নিয়ে ধর্ষণ-গণধর্ষণ করা হচ্ছে। ধর্ষণ পরবর্তীতে আবার খুন করছে জানোয়ারের দলেরা। এসব কী নির্যাতন নয়?
বিয়ের সময় কালো-সাদা; সুন্দর-অসুন্দরের ফ্রেমে ফেলে নারীর স্বকীয়তার অবমূল্যায়ন করা হচ্ছে। যা নির্দ্বিধায় নারী নির্যাতন। অথচ এমনটা ক’জন নারী করছে বা করেছে? হয় তো ঘাঁটলে দু’ একটি পাওয়া যাবে। কিন্তু সেটি কি আর উদাহরণ?
আজকের এই পৃথিবী বিনির্মাণে পুরুষের যেমন অংশিদ্বারিত্ব রয়েছে। তেমন নারীরও আছে। এটা কী অস্বীকার করবেন? তাহলে নারীর প্রতি এত বৈষম্য আচরণ কেনো? আমরা কী পারি না নিজেকে পুরুষমানুষ আর নারীকে মেয়েমানুষ না ভেবে শুধুমাত্র মানুষ ভাবতে? আমরা কী সমস্বরে বলতে পারি না-নারী পুরুষ সমতায় উদাহরণ গড়ব এ বাংলায়? জয় হোক মানবতার।