নারীর কোন সম্মান বাস্তবে নেই
প্রকাশ : ০২ অক্টোবর ২০১৬, ১৩:৩৯
'সান্থরা' পালন করে স্বেচ্ছামৃত্যু বরণ এক জৈনধর্মে বিশ্বাসী প্রবীণ নারী। তার বক্তব্য, ক্যান্সার যন্ত্রণার হাত থেকে রেহাই পেতেই এই পথ। সান্থরা পালনকারী নারীরা জৈনধর্ম অনুসারে 'সর্বোচ্চ সম্মান' অর্জনকারী। এই সান্থরা যারা করেন তারা নির্জলা উপবাসে থাকেন দিনের পর দিন।
প্রায় একই ভাষ্য সতীপ্রথার পক্ষে শোনা যায়। জওহরব্রতও আলাদা কিছুই ছিলনা।
আসলে এরা প্রত্যেকে ধরেই নেয় যে আদপে নারীর কোন সম্মান বাস্তবে নেই। যা কিছু নারীর জন্য সম্মানের, সবই অর্জিত হতে থাকবে কুসংস্কারাচ্ছন্ন কীর্তিকলাপের মাধ্যমে ক্রমাগত।
অতএব সান্থরা, সতী ইত্যাদির মাধ্যমেই নারীর দেবতায়ন, অতিমানবীকরণ চলতে থাকে। আর মানুষ হিসেবে, বাস্তবের মাটিতে অমানবিক নির্যাতন, অত্যাচারের শিকার হতে থাকে।
এতকিছু বলার কারণ এটাই যে এখন দেবীপক্ষ। দেবী এখন কেবলই হাজার হাতের। তার কমে সবাই রক্তমাংসের বাস্তব। আর তাদের পুজো কেউ করে না। মানবীদের জন্য বরাদ্দ উপোস, ন্যাড়া মাথা, সতী, সান্থরা। বা নিদেনপক্ষে ম্যারিটাল রেপ। এটুকুই।
শবনম সুরিতা'র ফেসবুক থেকে