কেউ অপরাহ উইনফ্রে বা সেরেনা হতে চায় না

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০১৬, ২১:১১

নিশাত পারভেজ নিশি

আমার গায়ের রংটা প্রচলিত অর্থে বা বাংলাদেশিদের চোখে ভালো না। মানে আমি কালো। তার মধ্যে আমি ভুঁড়ি বিশিষ্ট মানুষ। তার মানে কেউ যখন আমাকে পরিচয় করিয়ে দেবে তাহলে বলবে মোটা কালো মেয়েটা।

একদিন এক অতি বিদ্বান ব্যক্তি আমার কথা জিজ্ঞেস করতে গিয়ে বলেছেন কোন মেয়েটা, বড়সড় মেয়েটা?

বিবাহের গরুর হাটে লম্বা, ফর্সা মেয়েদের প্রচুর দাম। আমি তেমন একটা খাটো নই, কিন্তু বেশ বড় একটা দোষ আমার গায়ের রং কালো। ছোটবেলায় আমার পরিবারের লোকজন আমাকে নিয়ে চিন্তা করতো। কারণ আমার অন্য কাজিনদের গায়ের রং আমার তুলনায় ভালো। এবং আমি তাদের তুলনায় ভালোই মোটাসোটা। এখনও চিন্তা করে, কিন্তু আমি পাত্তা দেই না।

হঠাৎ সাদা কালো কিংবা ভুঁড়ি নিয়ে এত প্যাঁচাল পাড়ছি বিশেষ কারণে। শ্রীলঙ্কা থেকে ফিরলাম সপ্তাহ দুয়েক। প্রচুর রোদ আর সমুদ্রের পানিতে আমার স্কিন আগের চেয়ে কালচে দেখায়। লঙ্কা থেকে ফেরার পর বেশিরভাগ মানুষ জিজ্ঞাসা করেছে আমি অত কালো হলাম কি করে? এর মানে তাদের আগের কথা ভুল। অর্থাৎ আমি আসলে ফর্সা ছিলাম। কোথাও ঘুরলাম কিংবা কি করলাম এরচে বড় প্রশ্ন আমি এত কেন কালো হলাম। আমার নাকি টাকা পয়সার চেয়ে নিজের চেহারার দিকে বেশি নজর দেয়া উচিত। বলাবলির এই তালিকা থেকে অফিসের পিয়নেরাও বাদ যান না। রীতিমতো সৌন্দর্য বিষয়ে বোর্ড বসিয়ে আলোচনা করেন। আমি শুনি আর মনে মনে গালি দেই।

আমার বস বলেছিলেন ঘুইরা যদি লাল বা সানবার্নড না হই তাহলে ঘুরার কোন মজা নাই। আমিও তার সাথে একমত। কিন্তু আমাকে কেউ কালো থাকতে দিতে চায় না। আহারে। আমি যতটা না কালো, সানব্লক ক্রিম লাগাই বলে আরো নাকি কালো দেখায়। এটাতে আমি খুশি। আমি যা তাই তো দেখানো উচিত।

এবার আসি ভুঁড়ির বিষয়ে। জন্মের পর থেকেই নাকি আমাকে ওজনের জন্য মানুষজন কোলে নিতে চাইতো না। কিন্তু আদুরে ছিলাম বলে দূর থেকে নাকি আদর করতো। এই স্বাস্থ্য আমি এখনও ধরে রেখেছি। মাঝে মাঝে শুনি কারো কারো নাকি বাতাস খাইলেও ওজন বাড়ে আমি তাই। আমি মোটা, কেন এত খাই, তিনদিন না খেলেও নাকি চলে এগুলো কথাও অনেক শুনেছি। কিন্তু যারা আমার সাথে কখনো খেতে বসেছেন তারা জিজ্ঞেস করেন তোমার এটুকুতেই হয়ে গেছে? আবার অনেকে ব্যায়াম করার বিশাল পরামর্শ ভান্ডার দিয়ে দেন। আগে রেগে গিয়ে বলতাম, আমারটা আমি খাই আপনার কি? এখন তাও বলি না। তো বিয়ের বাজারে ভালো গরু হিসেবে দাম পাওয়ার জন্য অনেকে আমাকে ডায়েট মেনে চলারও পরামর্শ দেন। কিন্তু ডায়েট করলেই আমার গ্যাস্ট্রিক হয়, কি করি বলেন তো? আপনাদের পরামর্শ মেনে চলতে পারি না।

কিছুদিন আগে এক বিদ্বান বড়ভাই বলছিলেন, ফর্সা ছাড়া নাকি তার পরিবারের কেউ বিয়ে করে না। আমার নিজের পরিবারের বেশ কিছু সদস্য বিয়ের কনে খোঁজার আগে বলেছেন এবং এখনও অনেকে বলেন, লম্বাটা মাফ করা যায়, পড়ালেখাটাও না হয় কম করলো কিন্তু সুন্দর (ফর্সা) না হলে কি হয়? এখন তো আবার শুকনো হওয়াটা ট্রেন্ড, তাই সেটাও দরকার।

আমার জীবনটা ধন্য হয়ে যেত যদি কেউ বলতো, তোমার তো গান শেখার দরকার, জার্মান ভাষাটাও রপ্ত করলে না, কেমনে কি? বা ওই বইটা পড়ো নি, বা ওই সিনেমা দেখো নি ছি ছি! না কেউ ওগুলো বলে না। বলে খালি ফর্সা আর শুকনা হতে।

এই কারণেই বিবি ক্রিম, ফেয়ারনেস ক্রিম আর ডায়েট সাপ্লিমেন্টগুলোর এত দাম। কিন্তু সুন্দর একটা মনের কোন দাম নেই। দাম নেই কোন শৌখিনতার, দাম নেই কোন সৃজনশীলতার।

তোমার গায়ের রংটা সাদা মানে তুমিই সুন্দর। সবাই দীপিকা হতে চায়, জেনিফার অ্যানিস্টন হতে চায়। কেউ অপরাহ উইনফ্রে বা সেরেনা হতে চায় না।

নিশাত পারভেজ নিশি'র ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত