খুব দরকার ছিল এই জয়টার

প্রকাশ : ১০ জুন ২০১৮, ১৮:০০

মাসরুফ হোসেন

খুব,খুব দরকার ছিল এই জয়টার।

দরকার ছিল ওই ছাত্রীটার জন্য, যাকে বিদেশে স্কলারশিপ নিয়ে পড়তে যাবার সুযোগ আসার পরেও পরিবার বাধ্য করেছিল নিজের অনিচ্ছায় বিয়ে করে ঘরবন্দী হতে।

দরকার ছিল গ্রামের ওই মেয়েটার জন্য, স্কুলে যাবার অপরাধে যার পরিবারকে একঘরে করা হয়েছিল।

দরকার ছিল ওই পাইলট মেয়েটার জন্য, জীবন দিয়ে যাত্রীদের রক্ষা করার প্রচেষ্টার পরেও যাকে নিয়ে বলা হত মেয়েমানুষ প্লেন চালাতে পারে না।

দরকার ছিল এনজিও কর্মী সেই মেয়েটার জন্য, কঠোর পরিশ্রম করে প্রমোশন পেলেও যাকে শুনতে হয়েছে-"বসের সাথে শুইতে পারলে ওই প্রমোশন আমিও পাইতাম"।

দরকার ছিল পুলিশ অফিসার ওই মেয়েটার জন্য, "ট্রেনিং কইরা এ তো গা শক্ত বানায়ে ফেলসে" এই অজুহাতে যার ভালবাসার মানুষ তাকে ছেড়ে গিয়েছিল।

দরকার ছিল সেই যৌনকর্মী মেয়েটার জন্য, নিজের রক্ত বিক্রি করা টাকায় যে স্বপ্ন দেখে তার মেয়ে একদিন অভিশপ্ত জীবন থেকে বেরিয়ে যাবে,পড়াশুনা করবে।

দরকার ছিল কার্ডিয়াক সার্জন ওই মেয়েটার জন্য, "মাইয়া মানুষ পড়বে গাইনী"- যাকে নিয়মিত শোনা লাগে।

দরকার ছিল গার্মেন্টস কর্মী সেই মেয়েটির জন্য, বিনুনি দুলিয়ে হাঁটা যে মেয়েটিকে প্রতিদিন ছিঁড়েখুঁড়ে খায় কোন হায়েনা।

দরকার ছিল স্ট্যানফোর্ডে পড়া সেই মেয়েটির জন্য, নিজের শিশু সন্তান এক কোলে রেখে যে একদিন ফরচুন ফাইভ হান্ড্রেড কোম্পানির সিইও হবার স্বপ্ন দেখে।

দরকার ছিল জন্মেই আজন্ম পাপী বাংলাদেশের প্রতিটি অভাগা মেয়ের জন্য- যাদের স্বপ্নকে পুরুষতান্ত্রিক শুয়োরের দল আঁতুড়েই গলা টিপে মেরে ফেলে প্রতিনিয়ত।

বাংলাদেশ নারী ক্রিকেট দলের এশিয়া কাপ জয়টা আসলেই খুব, খুব বেশি দরকার ছিল।

সবে তো শুরু, এ তো কেবল ট্রেলার।

পিকচার আভি বাকি হ্যায় মেরে দোস্ত,

পিকচার আভি বাকি হ্যায়!

মাসরুফ হোসেন এর ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত