জগন্নাথে আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলা
প্রকাশ : ২৮ আগস্ট ২০১৬, ১৮:১২
হলের দাবিতে আন্দোলনরত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে ছাত্রলীগ। নেতৃত্ব নিয়ে বাম সংগঠনগুলোর সঙ্গে ‘বিরোধের জেরে’ আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।
রবিবার সকালে ওই ঘটনার এক ভিডিওতে দেখা যায়, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম প্রধান ফটকের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের মিছিলে চড়াও হচ্ছেন। এ ব্যাপারে সংগঠনের সভাপতি- সাধারণ সম্পাদককে একাধিকবার ফোন করা হলেও তারা ধরেননি।
শনিবার রাতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি, সাধারণ সম্পাদক ফেসবুকে স্ট্যাটাস দিয়ে রবিবার সকাল ৮টায় হল আন্দোলন শুরুর ঘোষণা দিয়েছিলেন। এদিকে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আন্দোলনরত শিক্ষার্থীরা সকাল সাড়ে ৯টার দিকে ক্যাম্পাসের নতুন ভবন ও প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে ক্যাম্পাসে মিছিল বের করে। এসময় প্রধান ফটকের সামনে পৃথকভাবে অবস্থান নেয় ছাত্রলীগ নেতাকর্মীরা।
সকাল সাড়ে ১০ টার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি শরীফুল ইসলাম ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের নেতৃত্বে আন্দোলনকারীদের ওপর হামলা হয় বলে অভিযোগ করেছেন আন্দোলনের
অন্যতম সংগঠক মনিরুল ইসলাম রাজন।
তার দাবি, হামলায় তিনি নিজে এবং অনিমেষ রায় ও তামিজসহ বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন।
মনিরুল ইসলাম রাজন বলেন, “আমরা মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে আসতেই ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক হামলা চালিয়ে আমাকে নতুন ভবনের আন্ডারগ্রাউন্ডে নিয়ে যায়। তারা ছাত্রলীগের নেতৃত্বে হল আন্দোলন চালিয়ে যেতে বলে। এক পর্যায়ে সিরাজুল ইসলাম আমাকে মারধর করে। পরে ছাত্রলীগ নেতারা আবার আন্দোলনকারীদের ওপর হামলা চালায়। এসময় ইংরেজি বিভাগের নাসির স্যার আমাদের উদ্ধার করেন”।
ছাত্রলীগের ওই হামলার পর আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হলেও সোয়া ১১টার দিকে তারা শাঁখারীবাজার মোড়ে অবস্থান নেন।
এর আগে গত বুধবার পল্টন মোড়ে অবস্থান ধর্মঘট পালনকালে ছাত্রলীগ সভাপতি শরীফুল ইসলামের সঙ্গে আন্দোলনকারীদের হাতাহাতিও হয়।
এই ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নূর মোহাম্মদ বলেন, “তারা কী করছে তা আমার জানা নেই। আমার কাছে কোনো অভিযোগও আসেনি। অভিযোগ আসলে দেখবো।”