উত্যক্তকারীকে প্রতিরোধ করতে যেয়ে চলচ্চিত্র পরিচালক আহত

প্রকাশ : ২৬ জুন ২০১৬, ২৩:৩৩

জাগরণীয়া ডেস্ক

রাজধানীর ফার্মগেটে গ্রীন সুপার মার্কেটে সন্নিকটে এক নারীকে উত্যক্ত করার প্রতিবাদ করতে গিয়ে আহত হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও চলচ্চিত্র পরিচালক রাকিবুল হাসান। 

রাকিবুল হাসান জানান, "গ্রীন সুপার মার্কেটের কাছে একটা মেয়েকে ‘টিজ’ করছিল ৩৫/৪০ বছরের একজন। আশপাশে সবাই তামাশা দেখছিল, কেউ প্রতিবাদ করছিল না। এসময় পহেলা বৈশাখের রমনা গেটের ঘটনাটা মনে পড়ে গেলো। প্রতিবাদ করলাম"।

রাকিবুল হাসান জানান, এসময় ঐ উত্যক্তকারী তাকে পাল্টা নানা কথা বলা শুরু করলে তিনি তার গালে কয়েকটা আঘাত করেন। এরই মধ্যে আরো অনেকজন এগিয়ে আসায় সেই উত্যক্তকারী দৌঁড়ে পালিয়ে যায়। তবে চলে যাওয়ার সময়ও সে রাকিবুল হাসানকে দেখে নিবে বলে হুমকি দেয়। 

রাকিবুল হাসান বলেন, "ঘটনার পর ডান হাতটা ব্যথা করছিল। কিছুক্ষণের মধ্যে ফুলে উঠল। তাই একজন অর্থপেডিক্স-এর কাছে গিয়ে তাঁর পরামর্শে এক্সরে করে জানলাম আঘাত লেগে আমার হাতের হাড় ভেঙ্গে গেছে। ডাক্তার আমার হাতে প্লাস্টার করে দিয়েছেন"।

পরিচালক রাকিবুল হাসান বলেন, "প্রত্যেকে নিজের জায়গা থেকে এগিয়ে এসে প্রতিবাদ করলে এসব উত্যক্তকারীদের প্রতিরোধ করা সম্ভব। আর এভাবে সমাজ থেকে এসব অশালীন মন্তব্য করার হারও কমিয়ে আনা সম্ভব"।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত