অপহৃত রাবি ছাত্রী ঢাকা থেকে উদ্ধার, গ্রেপ্তার ২
প্রকাশ : ১৯ নভেম্বর ২০১৭, ১৭:২২
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) হলের সামনে থেকে অপহৃত ছাত্রী উম্মে শাহী আম্মানা শোভাকে অপহরণের ৩০ ঘণ্টা পর ঢাকা থেকে উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার করা হয়েছে অপরহরণকারী সোহেল রানা ও তার বাবা জয়নাল আবেদিনকে। এদিকে শোভাকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে পারায় স্বস্তি প্রকাশ করেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও সিনিয়র সহকারী কমিশনার ইফতে খায়ের আলম বলেন, ১৭ নভেম্বর (শুক্রবার) সন্ধ্যায় তাদের অবস্থান ঢাকায় পাওয়া যায়। রাতেই রাজশাহী পুলিশের একটি টিম ঢাকায় পাঠানো হয়। পরে ডিএমপি পুলিশের সহযোগিতায় অপহৃত ছাত্রীকে উদ্ধার করা হয়েছে। এসময় অপহরণকারী সোহেলকে গ্রেপ্তার করা হয়। এর আগে শোভা অপহরণের ঘটনায় সোহেল রানার বাবা জয়নাল আবেদিনকে শুক্রবার সন্ধ্যায় নওগাঁর পত্মীতলা থেকে গ্রেপ্তার করে স্থানীয় পুলিশ। জয়নাল আবেদিনের কাছ থেকে অপহৃত ছাত্রীর অবস্থান সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে দাবি করেছিল পুলিশ।
উল্লেখ্য, শুক্রবার সকালে রাবির তাপসী রাবেয়া হলের সামনে থেকে ফিল্মি স্টাইলে অপহরণ করা হয় বাংলা বিভাগের স্নাতক (সম্মান) চতুর্থ বর্ষের ছাত্রী উম্মে শাহী আম্মানা শোভা। চূড়ান্ত বর্ষের পরীক্ষা দেওয়ার জন্য বের হলে হলের ফটক থেকে ৫০ গজ দূরে তাকে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে সটকে পড়েন শোভার সাবেক স্বামী সোহেল রানা। এ ঘটনায় শুক্রবার বিকেলেই সোহেল রানাকে আসামি করে নগরীর মতিহার থানায় অপহরণ মামলা দায়ের করেন অপহৃত ছাত্রীর বাবা আমজাদ হোসেন।
এদিকে ছাত্রী অপহরণের ঘটনায় বিক্ষোভ ও আন্দোলনে উত্তাল হয়ে ওঠে রাবি ক্যাম্পাস। সহপাঠীকে ফেরত ও অপহরণকারীদের দ্রুত শাস্তির আওতায় আনার দাবিতে শুক্রবার বিকাল থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভবন ঘেরাও করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। সন্ধ্যায় শিক্ষার্থীরা ১৫ ঘন্টার আল্টিমেটাম দিয়ে কর্মসূচি প্রত্যাহার করে। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী শনিবার সকাল ১০টার দিকে বিভিন্ন হল থেকে বের হতে গেলে ছাত্রীদের প্রশাসন বাধা দেয় বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা। পরে ছাত্রীদের আন্দোলনের মুখে বেলা ১১টার দিকে হল গেট খুলে দেওয়া হয়। এরপর শোভাকে অক্ষত অবস্থায় উদ্ধার এবং ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করাসহ সাত দফা দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে তারা। বেলা ১১টার দিকে তারা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে মানববন্ধনে অংশ নেয়। পরে ছাত্রীদের একটি প্রতিনিধি দল প্রশাসনের সঙ্গে বৈঠক করে। শোভাকে ফিরিয়ে আনতে দুপুর ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আল্টিমেটাম দেয়া হয়। পরে বেলা ৩টার দিকে শোভাকে অক্ষত অবস্থায় উদ্ধারের খবর এলে আন্দোলনরত শিক্ষার্থীরা স্বস্তি প্রকাশ করে।