রাবিতে ভর্তি যুদ্ধে আবেদন ভাঙল অতীতের রেকর্ড
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০১৭, ২৩:২৯
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষে স্নাতকে (সম্মান) ভর্তি হতে প্রতি আসনের বিপরীতে ৬৭ জন শিক্ষার্থী আবেদন করেছে। অতীতের সব রেকর্ড ভেঙে এ বছর আবেদন জমা পড়েছে তিন লাখ ১৬ হাজার ১২০ জন।
২৫ সেপ্টেম্বর (সোমবার) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার এ তথ্য জানিয়েছেন।
আগামী ২২ থেকে ২৬ অক্টোবর মোট নয়টি অনুষদের ৫৭টি বিভাগ ও দুইটি ইনস্টিটিউটে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
অধ্যাপক প্রভাষ কুমার বলেন, কোটাসহ মোট চার হাজার ৭শ’টি আসনের বিপরীতে তিন লাখ ১৬ হাজার ১২০ জন আবেদন করেছে। ফলে প্রতি আসনে লড়বে ৬৭ জন শিক্ষার্থী।
গত ১০ সেপ্টেম্বর দুপুর ১২টা থেকে ২৪ সেপ্টেম্বর (রবিবার) রাত ১২টা পর্যন্ত অনলাইনে ভর্তি পরীক্ষার এ আবেদন জমা নেওয়া হয়েছে।
এর মধ্যে ‘এ’ ইউনিটে ৩৩ হাজার ৬৮০, ‘বি’ ইউনিটে ৩১ হাজার ৮৬৯, ‘সি’ ইউনিটে ৪৯ হাজার ১৭৪, ‘ডি’ ইউনিটে ২২ হাজার ৫২৬, ‘ই’ ইউনিটে ৪১ হাজার ২৩২, ‘এফ’ ইউনিটে ৩৯ হাজার ৯৩৪, ‘জি’ ইউনিটে ২৮ হাজার ৭৮৩, ‘এইচ’ ইউনিটে ৩৯ হাজার ৬২৬, ‘আই’ ইউনিটে চার হাজার ৩২, ‘জে’ ইউনিটে ১৩ হাজার ৬৪২, ‘কে’ ইউনিটে ১১ হাজার ৬২২ জন পরীক্ষার্থী আবেদন করেছেন।
দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ থাকায় ২০১২, ১৩, ১৪, ১৫ সালে এসএসসি ও সমমান এবং ২০১৬ ও ১৭ সালে এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় আবেদন করেছে বলে জানান তিনি।
ভর্তি প্রক্রিয়া সম্পর্কিত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.ru.ac.bd এ বিস্তারিত তথ্য জানা যাবে।
এর আগে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে এক লাখ ৭৮ হাজার ৯৪৮, ২০১৫-১৬ শিক্ষাবর্ষে এক লাখ ৬০ হাজার ৬৮২, ২০১৪-১৫ শিক্ষাবর্ষে এক লাখ ৬৫ হাজার ৫৬৪টি আবেদন জমা পড়ে।