নেত্রকোনায় কালী মন্দিরে আগুন

প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০১৬, ২১:২০

জাগরণীয়া ডেস্ক

নেত্রকোনা সদর উপজেলায় মন্দিরে ভাংচুরের পরদিন এবার মোহনগঞ্জ উপজেলার একটি মন্দিরে আগুন দেওয়া হয়েছে।

মোহনগঞ্জ থানার ওসি মেজবাহ উদ্দিন জানান, রবিবার (৪ ডিসেম্বর) রাত ২টায় নিহারা গ্রামের কালী মন্দিরে আগুন দেওয়া হয়েছে। এর আগে শনিবার (৩ ডিসেম্বর) রাতে সদর উপজেলার বাংলা ইউনিয়নের ময়মনসিংহ রুই গ্রামের একটি কালী মন্দিরে ভাংচুর করা হয়।     

মোহনগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোজাম্মেল হক বলেন, আগুনে টিনের মন্দিরের আংশিক ক্ষতি হয়েছে। এছাড়া পুড়ে গেছে দুটি প্রতিমাও।

ইউএনও মোজাম্মেল জানান, প্রতিমা প্রতিস্থাপনের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে ১০ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে।

সহিলদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. এনামুল হক বলেন, নিহারা গ্রামে হিন্দু-মুসলমান মিলেমিশে বসবাস করে আসছে। সাম্প্রদায়িক সম্প্রীতি পূর্ণভাবে বিরাজমান গ্রামটিতে। দুর্বৃত্তদের এহেন কাজে মর্মাহত এলাকার সব ধর্মের মানুষ।

জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক দেব দুলাল তালুকদার ক্ষোভ করে বলেন, একের পর এক ঘটনা ঘটলেও পুলিশ একটিরও কিনারা করতে পারেনি। পুলিশের অবহেলার কারণে দিন দিন বেড়েই চলেছে এ ধরনের ঘটনা।

ওসি মেজবাহ উদ্দিন বলেন, পুলিশ অপরাধীকে খুঁজে বের করার চেষ্টা করছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত