পটিয়ায় স্কুলছাত্রী হত্যায় কথিত প্রেমিক আটক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০১৮, ১৪:৩২
চট্টগ্রামের পটিয়ায় অষ্টম শ্রেণির ছাত্রী রিমা আক্তারকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় কথিত প্রেমিক মাসুদকে আটক করেছে পুলিশ।
পটিয়া থানার এসআই আব্দুল আওয়াল জানান, ৮ সেপ্টেম্বর (শনিবার) সন্ধায় স্কুলছাত্রী রিমা হত্যার ঘটনায় মাসুদকে প্রধান আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়। এরপরই মাসুদকে আটক করা হয় । মাসুদ বর্তমানে পুলিশ প্রহরায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তিনি আরও বলেন, শনিবার দুপুরে পটিয়া উপজেলার দক্ষিণভুর্ষি এলাকার রেললাইনের পাশ থেকে স্কুল ড্রেস পরা অবস্থায় স্কুলছাত্রী রিমা আক্তারের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়। এই সময় ঘটনাস্থলের কাছ থেকে মাসুদ নামের অপর এক তরুণকেও আহত অবস্থায় উদ্ধার করা হয়। পরে জানা যায়, প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় মাসুদ রিমাকে হত্যা করে নিজেও আত্মহত্যার চেষ্টা করে। পরে মাসুদকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।