দক্ষিণখান থেকে নারীর মরদেহ উদ্ধার
প্রকাশ : ১২ আগস্ট ২০১৮, ২০:০৪
জাগরণীয়া ডেস্ক
রাজধানীর দক্ষিণখানের তেতুলতলা এলাকার একটি বাসা থেকে অন্তরা (২০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর থেকে তার স্বামী রঞ্জু পলাতক রয়েছেন।
১১ আগস্ট (শনিবার) বিকেলে ঘটনাস্থল থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন চন্দ্র সাহা জানান, ধারণা করা হচ্ছে অন্তরার স্বামী তাকে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়েছেন। রঞ্জুকে আটকের চেষ্টা চলছে।