ট্রাফিক সপ্তাহ
রাজধানীতে প্রথম দিনে সাড়ে ৩ হাজার মামলা
প্রকাশ : ০৬ আগস্ট ২০১৮, ১২:১০
৫ আগস্ট ট্রাফিক সপ্তাহের প্রথম দিনে রাজধানীজুড়ে ৩ হাজার ৬৫১টি মামলা দায়ের করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। ডিএমপির উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
ডিএমপির ট্রাফিক বিভাগ দিনভর বিভিন্ন স্পটে অভিযান চালালে হুটার ও বিকন লাইট ব্যবহারের দায়ে ৬টি, মাইক্রোবাসে কালো গ্লাস ব্যবহারের জন্য ১২টি , উল্টোপথে গাড়ি চালানোর দায়ে ৪০৪টি, হাইড্রোলিক হর্ন ব্যবহারের দায়ে ১৩টি, এবং বিভিন্ন স্টিকার ব্যবহার করার অভিযোগে ৪টি, ড্রাইভিং লাইসেন্স না থাকায় ১ হাজার ৪০টি, গাড়ির ফিটনেস না থাকার কারণে ২৪৪টি, ট্রাফিক আইনের বিভিন্ন ধারা অমান্য করার অভিযোগে ১ হাজার ৮০১টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করায় ৩৮টি ভিডিও এবং ২১টি সরাসরি মামলা দেওয়া হয়েছে। এছাড়া আইন লঙ্ঘনের দায়ে ৬৮টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
শিক্ষার্থীদের আন্দোলনের ভিত্তিতে গত ৪ আগস্ট ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া সারাদেশে পুলিশ সপ্তাহ পালনের ঘোষণা দেন।