চলছে ট্রাফিক সপ্তাহ

রাজধানীতে ২য় দিনে ৩২৪০ মামলা

প্রকাশ : ০৭ আগস্ট ২০১৮, ১২:১৭

জাগরণীয়া ডেস্ক

রাজধানীতে ট্রাফিক সপ্তাহের দ্বিতীয় দিনে আইন অমান্যকারীদের বিরুদ্ধে তিন হাজার ২৪০টি মামলা দায়ের করেছে পুলিশ। 

৬ আগস্ট (সোমবার) দিনভর রাজধানীজুড়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ পরিচালিত অভিযানে এসব মামলা করা হয়।

ডিএমপি’র অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ওবায়দুর রহমান বলেন, মাইক্রোবাসে কালো গ্লাস ব্যবহার করার জন্য ১৭টি, উল্টোপথে গাড়ি চালানোর কারণে ২৮৮টি, হাইড্রোলিক হর্ন ব্যবহার করার দায়ে ১২টি, হুটার ও বিকন লাইট ব্যবহার করার জন্য ১৩টি ও গাড়ির বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ সময় ৫২টি মোটরসাইকেল জব্দ করা হয়।
 
এছাড়াও ড্রাইভিং লাইসেন্স না থাকায় ৮৩২টি, গাড়ির ফিটনেস না থাকার কারণে ১০৫টি, ট্রাফিক আইন অমান্য করার কারণে এক হাজার ৮৬৬টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা করা হয়।  সেইসঙ্গে গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করায় ৪২ ভিডিও এবং ১৩টি সরাসরি মামলা দেয়া হয়েছে।

শিক্ষার্থীদের আন্দোলনের ভিত্তিতে গত ৪ আগস্ট ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া সারাদেশে পুলিশ সপ্তাহ পালনের ঘোষণা দেন। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত