বিদেশ নেয়ার কথা বলে হোটেলে ধর্ষণ
প্রকাশ : ৩১ জুলাই ২০১৬, ১৬:৫৯
জাগরণীয়া ডেস্ক
বিদেশে পাঠানোর কথা বলে গ্রাম থেকে ঢাকায় নিয়ে এসে আবাসিক হোটেলে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযুক্তকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।
২২ বছর বয়সী ওই তরুণী জানান, তার বাড়ি হবিগঞ্জের বাহুবল গ্রামে। প্রতিবেশী যুবক ইউনুস তাকে বিদেশে পাঠানোর কথা বলে শনিবার রাতে ঢাকায় নিয়ে আসে। এসময় তারা মতিঝিল এলাকার রিসেন্ট আবাসিক হোটেলের একটি কক্ষে ওঠেন। রাতে ইউনুস তাকে ধর্ষণ করে। এক পর্যায়ে তার চিৎকারে আবাসিকের অন্যান্য অতিথিরা এসে ইউনুসকে পুলিশে সোপর্দ করে।
রবিবার দুপুরে মতিঝিল থানার কনস্টেবল রাবেয়া আক্তার এর তত্ত্বাবধানে ওই তরুণীর স্বাস্থ্য পরীক্ষা করানোর জন্য ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতলেল ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের (ওসিসি) নিয়ে যাওয়া হয়।
0Shares