বরিশালে পাসপোর্ট অফিসে রোহিঙ্গা নারী আটক

প্রকাশ : ১৬ জুলাই ২০১৮, ১২:০১

জাগরণীয়া ডেস্ক

বরিশাল আঞ্চলিক পাসপোর্ট অফিসে পরিচয় গোপন রেখে পাসপোর্ট করতে গিয়ে নূরজাহান (২২) নামে এক রোহিঙ্গা নারী আটক হয়েছেন। নূরজাহান কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের জামাল খানের মেয়ে। তাদের বাড়ি মিয়ানমারের মংডু জেলার কালীবাজার এলাকায়।

১৫ জুলাই (রবিবার) তাকে আটক করে নগরীর বিমান বন্দর থানা পুলিশ। 

গোয়ন্দা পুলিশ সূত্র জানায়, দালালের মাধ্যমে ভুয়া কাগজপত্র দিয়ে পাসপোর্ট করার সময় ধরা পড়ে নূরজাহান। তার ভাষা এবং সংশ্নিষ্ট কাগজপত্র দেখে পাসপোর্ট অফিসের যাচাই-বাছাই কর্মকর্তাদের সন্দেহ হলে তারা বিষয়টি উপ-পরিচালক মো. কামাল হোসেন খান্দকারকে জানান।

উপ-পরিচালক কামাল হোসেন খন্দকার বলেন, নূরজাহান ভালো বাংলা বলতে পারে না। তার জমা দেওয়া কাগজপত্রের তথ্য সম্পর্কে জানতে চাইলে কোন সদুত্তর দিতে পারেনি। একারণে নুরজাহানকে পুলিশে সোপর্দ করা হয়েছে। 

নগরীর বিমান বন্দর থানার ওসি মো. আনোয়ার হোসেন জানান, ওই নারী দালালের মাধ্যমে ১৪ জুলাই (শনিবার) রাতে লঞ্চযোগে বরিশালে আসে। এ ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত