‘রোহিঙ্গা নির্যাতনকারীদের জবাবদিহিতায় আনতে হবে’

প্রকাশ : ০৩ জুলাই ২০১৮, ১৬:৩৩

জাগরণীয়া ডেস্ক

রোহিঙ্গা নির্যাতনকারীদের জবাবদিহিতার আওতায় আনতে এনে নির্যাতনের ঘটনাগুলো যথাযথভাবে তদন্ত করা প্রয়োজন বলেও মন্তব্য করেন ঢাকায় নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত শারলোটা স্লাইটার।

৩ জুলাই (মঙ্গলবার) ইস্ট-ওয়েস্ট মিডিয়া গ্রুপের বিভিন্ন অফিস পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

ডেইলি সান পত্রিকা অফিসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে সুইডিশ রাষ্ট্রদূত বলেন, রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের বর্তমান এ নীতি থেকে সরে আসা উচিত। সুইডেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে অন্যান্য দেশগুলোকে সঙ্গে নিয়ে রোহিঙ্গা সংকট সমাধানের জন্য কাজ করছে।

তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে সুইডেনের দ্বিপক্ষীয় সম্পর্ক চমৎকার। ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি, নারী সমতা, স্বাস্থ্য ইত্যাদি ক্ষেত্রে দুই দেশ একযোগে কাজ করছেন। সুইডেনে বাংলাদেশের ব্যবসায়ীদের বিনিয়োগের সুযোগ আরও কীভাবে প্রসারিত করা যায় সে সম্পর্কে তিনি লক্ষ্য রাখছেন বলে জানান।

খেলাধুলা প্রসঙ্গে তিনি বলেন, দেশের কিশোরী ফুটবলাররা দারুণ খেলছে। আরো প্রশিক্ষণ ও বিভিন্ন ধরনের সুযোগ দিলে ভবিষ্যতে আরো ভালো খেলবে বলেও তিনি প্রত্যাশা করেন।

বাংলাদেশের গণমাধ্যমের অগ্রগতি ও ভূমিকার প্রশংসা করেন সুইডিশ রাষ্ট্রদূত। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত