যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, নিহত ৬
প্রকাশ : ০৩ জুলাই ২০১৭, ১৬:১৯
যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের উত্তরাঞ্চলে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে ছয় আরোহীর সবাই নিহত হয়েছে। একটি ফিশিং ট্রিপে বিমানটি যুক্তরাষ্ট্রের শিকাগো থেকে কানাডা যাচ্ছিল।
২ জুলাই (রবিবার) প্রাইস কাউন্টি শেরিফ দপ্তর জানান, বিধ্বস্ত সেসনা ৪২১ বিমানটি শনিবার ভোর ৩টা ২১ মিনিটে হারমনি শহরের কাছে বিধ্বস্ত হয়। এলাকাটি অঙ্গরাজ্যটির বৃহত্তম শহর মিলওয়াকি থেকে ২৫০ মাইল উত্তর-পশ্চিমে। নিহতরা সবাই পূর্ণবয়স্ক বলে জানিয়েছে কর্তৃপক্ষ, তবে তাদের নাম প্রকাশ করেনি।
প্রাইস কাউন্টি শেরিফ দপ্তরের লেফটেন্যান্ট গাবি লিন্ড জানিয়েছেন, বিমানটি বনাচ্ছিদ একটি জলাভূমি এলাকায় বিধ্বস্ত হয়।
ন্যাশনাল ট্রান্সপোর্ট সেইফটি বোর্ডের (এনটিএসবি) কর্মকর্তারা জানিয়েছেন, রাত দেড়টার দিকে স্থানীয় আবহাওয়ার বিষয়ে এয়ার ট্র্যাফিক কন্ট্রোলারদের কাছে রিপোর্ট করেছিলেন বিমানটির পাইলট, পরে বিমানটি রাডার থেকে হারিয়ে যায়; আরো পরে ওই এলাকায় বিমানটির ধ্বংসাবশেষ পাওয়া যায়।