চীন-জাপানের সহায়তা চায় যুক্তরাষ্ট্র

প্রকাশ : ০৩ জুলাই ২০১৭, ১৬:০২

জাগরণীয়া ডেস্ক

উত্তর কোরিয়া ইস্যুতে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস জানায়, কোরীয় উপদ্বীপে শান্তি ফিরিয়ে আনতে দুই দেশের নেতাই ট্রাম্পকে আশ্বস্ত করেছেন। প্রেসিডেন্ট ট্রাম্প এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সহযোগী দেশগুলোর সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়।

হোয়াইট হাউসের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স  এই তথ্য জানিয়েছে। 

উত্তর কোরিয়ার উপর অর্থনৈতিক ও কূটনৈতিক চাপ দেওয়ার জন্য চীনকে বরবারই আহ্বান জানিয়ে আসছে যুক্তরাষ্ট্র। চীনের পক্ষ থেকে বলা হয়, তারা তাদের সাধ্যমতো চেষ্টা করছে। উত্তর কোরিয়াকে প্রতিহত না করায় চীনের উপর হতাশ ট্রাম্প। আবের সঙ্গে ফোনালাপে উত্তর কোরিয়াকে পারমাণবিক পরীক্ষা বন্ধে চাপ প্রয়োগের আহ্বান জানান তিনি।

এক বিবৃতিতে হোয়াইট জানায়, তারা আশ্বস্ত করেছেন যুক্তরাষ্ট্র-জাপান জোট উত্তর কোরিয়ার যেকোনও হুমকি মোকাবেলা করতে প্রস্তুত।

পারমাণবিক শক্তিধর উত্তর কোরিয়া নিয়ে দীর্ঘদিন ধরে দুই দেশ উত্তাপ ছড়ালেও মার্চে সুর নামায় চীন-যুক্তরাষ্ট্র। উত্তর কোরিয়া বিষয়ে চীনের কঠোর সমালোচনা করা যুক্তরাষ্ট্র জানিয়েছিলো, উত্তর কোরিয়ার বিষয়ে এক সঙ্গে কাজ করতে রাজি হয়েছে দুটি দেশ। একই সুর ছিলো চীনেরও।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত