আরবদের ১৩ শর্ত প্রত্যাখ্যান কাতারের

প্রকাশ : ২৪ জুন ২০১৭, ১৭:৩৬

জাগরণীয়া ডেস্ক

অবরোধ প্রত্যাহারে চার আরব দেশের বেঁধে দেওয়া ১৩ শর্ত প্রত্যাখ্যান করেছে কাতার। শর্তগুলোকে ‘গ্রহণযোগ্যও নয় বাস্তবায়ন যোগ্যও নয়’ বলেও অভিহিত করেছে তারা।  

২২ জুন (বৃহস্পতিবার) কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ওই ১৩ শর্ত পৌঁছালে ২৩ জুন (শুক্রবার) বিবৃতি দেন সরকারের মুখপাত্র শেখ সাইফ বিন আহমেদ আল থানি।

এতে তিনি বলেন, এই শর্তগুলো কাতারের আগের কথাগুলোকেই প্রমাণ করলো যে, এ ধরনের অবৈধ অবরোধ সন্ত্রাসবাদের মোকাবেলার জন্য নয়, এসব বরং কাতারের সার্বভৌমত্বকে ক্ষুণ্ন করা এবং আমাদের পররাষ্ট্রনীতিতে হস্তক্ষেপ করার জন্য।

বিবৃতিতে কাতার সরকারের যোগাযোগ কার্যালয়ের এই কর্মকর্তা বলেন, সম্প্রতি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় অবরোধকারী দেশগুলোকে তাদের ‘গ্রহণযোগ্য ও বাস্তবায়নযোগ্য দাবি’ উপস্থাপনের আহ্বান জানিয়েছিল। ব্রিটেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ও ‘বিবেচনাযোগ্য ও বাস্তবসম্মত’ দাবি উত্থাপনের কথা বলেছিল। কিন্তু চার দেশের এ ১৩ শর্ত কোনো মানদণ্ডেই পড়ছে না।

দোহার পক্ষ থেকে জানানো হয়েছে, অবরোধ প্রত্যাহারের শর্ত হিসেবে আরবদের দেওয়া ১৩ দফা পর্যালোচনা করে আনুষ্ঠানিক জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে কাতার।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত