আন্দামান সাগরে মিয়ানমারের নিখোঁজ বিমানের সন্ধান
প্রকাশ : ০৮ জুন ২০১৭, ১৪:৩৪
মিয়ানমারের নিখোঁজ হওয়া সামরিক বিমানের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। বুধবার ১২২ জন যাত্রী নিয়ে বিমানটি নিখোঁজ হয়। বার্তা সংস্থা- বিবিসির প্রতিবেদনে এমনটি জানানো হচ্ছে।
দেশটির সেনাবাহিনী ফেসবুকে দেয়া বিবৃতিতে জানায়, আন্দামান সাগরে বিমানের ধ্বংসাবশেষের সঙ্গে যাত্রীদের মৃতদেহও পাওয়া গেছে। চীনের তৈরি ওয়াই৮ ট্রান্সপোর্টার বিমানটিতে ১৪ জন ক্রু’র সঙ্গে ১০৬ জন সেনাকর্মকর্তার শিশুসহ পরিবারের সদস্যরা ছিলেন।
জানা গেছে, বিমানটি দেশটির দক্ষিণাঞ্চলের শহর মেয়িক থেকে ইয়াঙ্গুনের দিকে যাচ্ছিলো। আন্দামান সাগরের উপর দিয়ে উড়ে যাওয়ার সময় এটি নিখোঁজ হয়। পরবর্তীতে অনুসন্ধান চালিয়ে উপকূলীয় শহর দায়িক থেকে ১৩৬ মাইল দূরে বিধ্বস্ত বিমানটির কিছু অংশ খুঁজে পাওয়া যায়। অবশেষে অধিক তল্লাশিতে বিমানটির ধ্বংসাবশেষের সঙ্গে নিহত অনেকের লাশও খুঁজে পায় উদ্ধারকারীরা।
সূত্র: বিবিসি