২৪ বিমানবন্দরে বাংলাদেশি প্রবেশ সহজ করল ভারত
প্রকাশ : ০৬ জুন ২০১৭, ১৫:২০
বাংলাদেশি নাগরিকদের ভারতে প্রবেশে আরোপিত বিধি-নিষেধ সহজ করা হয়েছে। ফলে ভারতের ২৪টি আন্তর্জাতিক বিমানবন্দরে খুব সহজেই প্রবেশ করতে পারবেন বাংলাদেশি নাগরিক।
৫ জুন (সোমবার) দুপুরে বাংলাদেশে কার্যরত ভারতীয় হাইকমিশনের অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজে এ খবর জানানো হয়।
ভারতীয় হাইকমিশন লিখিতভাবে জানায়, সংশোধিত নির্দেশিকা অনুযায়ী- ২৪টি আন্তর্জাতিক বিমানবন্দর এবং হরিদাসপুর ও গেদের সমন্বিত চেকপোস্ট (আইসিপি) দিয়ে যাতায়াতকারী বাংলাদেশি নাগরিকদের ভিসায় প্রবেশ/প্রস্থান নিষেধাজ্ঞা অপসারণ করা হয়েছে। আন্তর্জাতিক বিমানবন্দগুলোর মধ্যে রয়েছে- আহমেদাবাদ, আমৌসি (লখনউ), বারণসী, ব্যাঙ্গালোর, কালিকট, চেন্নাই, কোচিন, কোয়েম্বাটোর, ডাবোলিম (গোয়া), দিল্লী, গয়া, গুয়াহাটি, হায়দ্রাবাদ, জয়পুর, কলকাতা, ম্যাঙ্গালোর, মুম্বাই, নাগপুর, পুনে, অমৃতসর, ত্রিচি, ত্রিবান্দ্রম, বাগডোগরা এবং চণ্ডীগড়।
ভারত ও বাংলাদেশের জনগণের মধ্যে সম্প্রীতি বৃদ্ধি ও যাতায়াতকে আরো সুগম করার লক্ষ্যে বিধি-নিষেধ সহজ করা হয়েছে বলেও জানায় ভারতীয় হাইকমিশন।