‘দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে এ সফর ভূমিকা রাখবে’
প্রকাশ : ০৮ এপ্রিল ২০১৭, ১৫:৪৭
![](https://bangla.jagoroniya.com/templates/jagoroniya-v1/images/jagoronia.png)
জাগরণীয়া ডেস্ক
![](/assets/news_photos/2017/04/08/image-7383.jpg)
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবারের ভারত সফর দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নেবে। এ সফরের মাধ্যমে আমরা আরেকটি সোনালি অধ্যায়ের মধ্য দিয়ে গেলাম। যা আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক, অর্জন, অংশীদারিত্বকে আরও এগিয়ে নেবে।
৮ এপ্রিল (শনিবার) নয়াদিল্লি সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকের পর সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
মোদি বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে শহীদ ভারতীয় সেনাদের শ্রদ্ধা জানাতে আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন তা আমাদের গভীরভাবে ছুঁয়ে গেছে। আপনার দেশের পক্ষ থেকে দেওয়া এ শ্রদ্ধা শহীদ পরিবারের সদস্যরা মনে রাখবে।