হাসিনা-মোদী শীর্ষ বৈঠকের ঘোষণা
প্রকাশ : ০৮ এপ্রিল ২০১৭, ১৫:৩৩
বাংলাদেশ ও ভারতের মধ্যে ২২টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে; এসেছে তিস্তা চুক্তি এগিয়ে আনাসহ সহযোগিতার নানা প্রতিশ্রুতিও। ৮ এপ্রিল (শনিবার) ভারতের প্রধানমন্ত্রীর দপ্তরে শীর্ষ বৈঠকে শেখ হাসিনা ও নরেন্দ্র মোদী দুই দেশের প্রতিনিধে দলের নেতৃত্ব দেন।
প্রতিবেশী দুই দেশের শীর্ষ বৈঠকে গুরুত্বপূর্ণ যে সব ঘোষণা এসেছে-
১. মোট ২২টি চুক্তি ও সমঝোতা স্মারক সই, এর মধ্যে দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে চারটি চুক্তিপত্র বিনিময় হয়েছে।
২. তৃতীয় লাইন অব ক্রেডিটের আওতায় বাংলাদেশকে সাড়ে ৪ বিলিয়ন ডলার ঋণ দেবে ভারত। গত ছয় বছরে তা ৮ বিলিয়ন ডলারে উন্নীত হল।
৩. সামরিক কেনাকাটায় ৫০০ মিলিয়ন ডলার ঋণ দেবে ভারত।
৪. ৩৬টি কমিউনিটি ক্লিনিক স্থাপনে চুক্তি।
৫. আরও সীমান্ত হাট চালু করতে সমঝোতা স্মারক।
৬. বাংলাদেশের বিচার বিভাগের কর্মকর্তাদের প্রশিক্ষণে সমঝোতা স্মারক।
৭. কলকাতা-খুলনা-ঢাকা বাস চলাচল এবং খুলনা-কলকাতা ট্রেন চলাচল, রাধিকারপুর - বিরল রেললাইন উদ্বোধন।
তিস্তা চুক্তি
তিস্তা চুক্তির পথে এগিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়ে নরেন্দ্র মোদী বলেছেন, “এই সমস্যা সমাধান একমাত্র আমাদের সরকারই পারবে।”
গণহত্যা দিবসে সমর্থন
২৫ মার্চ গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতিতে ভারতের সমর্থন পাওয়ার কথা জানিয়েছেন শেখ হাসিনা।