লন্ডন হামলা: নিহতের স্বজনদের সঙ্গে সংহতি
প্রকাশ : ২৮ মার্চ ২০১৭, ১৯:৪৫
জাগরণীয়া ডেস্ক
গত ২২ মার্চ ব্রিটেনের লন্ডনে পার্লামেন্টের সভাস্থল ওয়েস্টমিনস্টার প্যালেসের সামনে সন্ত্রাসী হামলার ঘটনায় নিহতের স্বজন ও আহতের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন সেখানকার মুসলিম সহ বিভিন্ন সম্প্রদায়ের নারীরা।
বেদনার প্রতীক নীল রংয়ের পোশাক পরে স্থানীয় সময় রবিবার নারীরা এক মানববন্ধনে সামিল হন। এসময় তারা ওই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
মানববন্ধনে নিহতদের স্মরণ ও আহতদের প্রতি সমবেদনা প্রকাশ করে পাঁচ মিনিট নিরবে দাঁড়িয়ে থাকেন তারা।
উল্লেখ্য, গত বুধবার স্থানীয় সময় বিকেল পৌনে ৩টার দিকে ওই সন্ত্রাসী হামলায় মোট চারজন নিহত হওয়ার ঘটনা ঘটে।
0Shares