লন্ডনে সন্ত্রাসী হামলাকারীর নাম প্রকাশ

প্রকাশ : ২৩ মার্চ ২০১৭, ২২:৫৭

জাগরণীয়া ডেস্ক

বুধবার লন্ডনের ওয়েস্টমিনস্টারে যুক্তরাজ্যের পার্লামেন্ট প্রাঙ্গণে হামলা চালানো ব্যক্তির নাম খালিদ মাসুদ বলে জানিয়েছে দেশটির মেট্রোপলিটন পুলিশ।

পুলিশ জানিয়েছে, হামলার পর পুলিশের গুলিতে নিহত ৫২ বছর বয়সী মাসুদ সম্প্রতি গোয়েন্দাদের নজরদারিতে ছিলেন না। তার সন্ত্রাসী হামলা চালানোর পরিকল্পনা সম্পর্কেও কোনও আগাম গোয়েন্দা তথ্য পাওয়া যায়নি। তবে অতীতে তার অপরাধমূলক কর্মকাণ্ড এবং প্রাণঘাতী অস্ত্র বহনের রেকর্ড আছে।

প্রথম ১৯৮৩ সালের নভেম্বরে হানিকারক একটি অপরাধের অভিযোগে মাসুদ দোষী সাব্যস্ত হন। এরপর ২০০৩ সালের ডিসেম্বরে ছুরি বহনের অভিযোগে আবারও দোষী সাব্যস্ত হন তিনি। তবে সন্ত্রাসী কোনও হামলার অভিযোগে মাসুদ কখনও দোষী সাব্যস্ত হননি।

মাসুদের অনেক ছদ্মনামও আছে বলে জানিয়েছে লন্ডনের মেট্রোপলিটন পুলিশ।

মাসুদের জন্ম লন্ডনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় কেন্ট- এ। কিছুদিন তিনি ওয়েস্ট মিডল্যান্ডে ছিলেন বলে ধারণা গোয়েন্দাদের।

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত