খোয়াই জেলায় তরুণীর লাশ উদ্ধার
প্রকাশ : ১২ মার্চ ২০১৭, ০০:৩৯
জাগরণীয়া ডেস্ক
ত্রিপুরার খোয়াই জেলার বড়খলা এলাকায় এক তরুণীর লাশ উদ্ধারকে ঘিরে এলাকায় চাঞ্চলের সৃষ্টি হয়েছে।
১০ মার্চ (শুক্রবার) সকাল থেকে উদ্ধারে তৎপরতা শুরু হয়। সকালে সাধারণ মানুষ কাজে বেরিয়ে মাঠের মধ্যে এক যুবতীর লাশ দেখতে পান।
এই খবর ছড়িয়ে পড়তে মাঠে মানুষের ভিড় জমে। খবর পেয়ে কল্যাণপুর থানার পুলিশ ছুটে আসে। পরে পরিচয় শনাক্ত হয়।
জানা যায়, মৃতের নাম বিথিকা দেববর্মা (২২), তিনি এ বছর মাধ্যমিক পরীক্ষা দিচ্ছিলেন। বাড়ি ওই এলাকাতেই।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে খুন করা হয়েছে। পুলিশ তদন্তের পর এ বিষয়ে সাংবাদিকদের জানাবে বলে জানা গেছে।
0Shares