বিনা খরচে গর্ভনিরোধক পাবেন ফিলিপিনো নারীরা
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০১৭, ১৪:২৪
বিনা খরচে ফিলিপিন্সের ৬০ লাখ নারীকে গর্ভনিরোধক দেওয়ার জন্য সরকারি সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রডরিগো দোতার্তে।
সোমবার দোতার্তে স্বাক্ষরিত নির্বাহী আদেশে বলা হয়েছে, যে ৬০ লাখ নারীকে আধুনিক পরিবার পরিকল্পনায় আনার কথা বলা হচ্ছে, তাদের মধ্যে ২০ লাখই গরিব। এই ২০ লাখ নারীকে ২০১৮ সালের মধ্যেই গর্ভনিরোধকের আওতায় আনতে হবে। এরপর আনতে হবে বাকীদেরকে।
ফিলিপিন্সের অর্থনৈতিক পরিকল্পনামন্ত্রী আর্নেস্টো পার্নিয়া বলেন, সরকারের লক্ষ্য হচ্ছে ২০২২ সালের মধ্যে দারিদ্র্যের হার ১৩ শতাংশে নামিয়ে আনা। গতবছর যা ছিল ২১ দশমিক ৬ শতাংশ।
প্রায় ১০ কোটি ৩০ লাখ জনগোষ্ঠীর এই দেশে সরকারের দারিদ্র হ্রাস পরিকল্পনার জন্য অপ্রত্যাশিত গর্ভধারণের সংখ্যা কমাতে পরিবার পরিকল্পনার প্রসার ঘটানোর এই পদক্ষেপ নিয়েছেন দোতার্তে। কিন্তু ধারণা করা হচ্ছে, দোতার্তের এ পদক্ষেপ রোমান ক্যাথলিক চার্চের বিরোধিতার মুখে পড়বে।
পিউ রিসার্চ সেন্টারের তথ্যমতে, ৮০ শতাংশের বেশি ফিলিপিনোই রোমান ক্যাথলিক। তাই প্রভাবশালী রোমান ক্যাথলিকদের ধর্মীয় বিরোধিতায় পড়তে পারে সরকারের এ পরিকল্পনা।
জাতিসংঘের তথ্যমতে, এশিয়া প্রশান্ত মহাসাগর অঞ্চলে ফিলিপিন্সই একমাত্র দেশ যেখানে গত দু’দশকে কিশোরী মেয়েদের গর্ভধারণের হার বেড়েছে।
এর আগে প্রেসিডেন্ট দোতার্তের পূর্বসূরি বছরের পর বছর ধরে লড়াই করেও দেশটিতে গর্ভনিরোধকের ব্যবহার বাড়াতে পারেননি।
২০১৫ সালে সুপ্রিম কোর্ট জন্মনিয়ন্ত্রণ বড়ি সরবরাহের ওপর সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করে। সরকার এই সাময়িক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য আবেদন করেছে।