নাগরিকত্ব পেলেন মিয়ানমারের ৩২ হাজার রাখাইন অধিবাসী
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০১৬, ১৮:০৮
মিয়ানমারে পরীক্ষা-নিরীক্ষা শেষে রাখাইন প্রদেশের ৩২ হাজারেরও বেশি অধিবাসীকে আনুষ্ঠানিকভাবে নাগরিকত্ব দেওয়া হয়েছে।
২৭ ডিসেম্বর (মঙ্গলবার) দেশটির প্রাদেশিক কাউন্সিলর কার্যালয় থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে আনুষ্ঠানিক জাতীয় যাচাইকরণ পরিচয়পত্র (ন্যাশনাল আইডি) দেওয়ার এই তথ্য জানানো হয়।
রাখাইনে সাময়িক পরিচয়পত্র সমর্পনকারী ৪৬৯,১৮৩ জনের মধ্যে ৩২,০১৬ জনকে ২৩ ডিসেম্বর আনুষ্ঠানিক পরিচয়পত্র প্রদান করা হয় বলে কাউন্সিলর কার্যালয়ের তথ্য কমিটি জানিয়েছে।
১৯৮২ সালে জারি হাওয়া মিয়ানমারের নাগরিকত্ব আইনের অধীনে দেওয়া মেয়াদোত্তীর্ণ সাময়িক পরিচয়পত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যদি তারা মিয়ানমারের নাগরিক হিসেবে স্বীকৃত হয়ে থাকেন তবে তাদের দেশের অধিবাসী হিসেবে নতুন পরিচয়পত্র নিতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রাখাইন প্রদেশে সাময়িক পরিচয়পত্রধারী ৭৫৯,৬৭২ জন অধিবাসী রয়েছেন। মিয়ানমারের অভিবাসন কর্তৃপক্ষ ২০১৫ সালের ১ জুন থেকে সাময়িক পরিচয়পত্রের বদলে আনুষ্ঠানিক জাতীয় যাচাইকরণ পরিচয়পত্র (ন্যাশনাল আইডি) দেওয়া শুরু করে।