অবশেষে আলেপ্পোর নিয়ন্ত্রণে আসাদ সরকার

প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০১৬, ১৬:৩৭

জাগরণীয়া ডেস্ক

অবশেষে অবরুদ্ধ আলেপ্পোতে চার বছর ধরে চলা যুদ্ধের অবসান হয়েছে। রুশ সমর্থিত সরকারি বাহিনী এখন আলেপ্পোর নিয়ন্ত্রণে। খবর বিবিসি।

বিবিসির দেওয়া ওই প্রতিবেদনে বলা হয়, সেখানে একটি যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। চুক্তি অনুযায়ী কোণঠাসা অবস্থায় থাকা বিদ্রোহীদের নিরাপদে পালিয়ে যাবার সুযোগ দেওয়ার কথা বলা হয়। তবে বিদ্রোহীরা চাইছে, বেসামরিক মানুষজনকে যেন তাদের সঙ্গে পালানোর সুযোগ দেওয়া হয়। 

আলেপ্পোতে যুদ্ধের অবসান হবার বার্তাটি জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত ভিটালি চুরকিন। 

এবিষয়ে বিদ্রোহীদের তরফ থেকেও খবরটি নিশ্চিত করা হয়। কয়েক ঘণ্টা ধরে শহরটিতে কোন বোমা বিস্ফোরণ বা গোলাগুলির শব্দ পাওয়া যায়নি।

পূর্বাঞ্চলে বিজয় সমাগত এই খবর পেয়ে আলেপ্পোর পশ্চিমাঞ্চলে থাকা বাসিন্দারা গত সোমবার(১২ ডিসেম্বর)বিজয়োল্লাস করে। যুদ্ধবিরতি কার্যকর হবার পর মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতি দিয়েছে।

বিবৃতিতে মুখপাত্র জন কিরবি বলছেন, আলেপ্পোতে তারা শুধু শান্তি দেখতে চান, প্রতিশ্রুতি নয়। এদিকে, জাতিসংঘ বলছে আলেপ্পোতে রুশ সমর্থিত সরকারি বাহিনী নির্বিচারে হত্যাযজ্ঞ চালাচ্ছে।

সংস্থাটি বলছে, সরকারি বাহিনী সেখানে অন্তত ৮২ জন বেসামরিক নাগরিককে হত্যা করেছে এমন শক্ত প্রমাণ তাদের কাছে আছে। এর বাইরেও আরও নানাবিধ সহিংসতা চালানোর অভিযোগও রয়েছে সরকারি বাহিনীর বিরুদ্ধে। তবে, এসব অভিযোগ নাকচ করে দিয়েছে রাশিয়া।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত