আলেপ্পোর হাসপাতালে বিমান হামলা অব্যাহত

প্রকাশ : ২০ নভেম্বর ২০১৬, ১৩:৫৮

জাগরণীয়া ডেস্ক

সিরিয়ার আলেপ্পো শহরে হাসপাতালগুলোতে সরকারের বিমান হামলা অব্যাহত রেখেছে বলে দাবি করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। 

সংস্থা সূত্র জানায়, বিদ্রোহী অধিকৃত এই অঞ্চলের সকল স্বাস্থ্য সেবা কার্যক্রম কার্যত বন্ধ রয়েছে।

বিবিসি ডব্লিউএইচও'র বরাত দিয়ে জানায়, সম্প্রতি চালানো বিমান হামলাগুলো হাসপাতালকে কেন্দ্র করে চালানো হচ্ছে। আর সে কারণেই হাসপাতালগুলোর কার্যক্রম বন্ধ হয়ে যাচ্ছে। 

অপর আরেক প্রতিবেদন থেকে অবশ্য জানা যায়, হাসপাতালগুলো সচল আছে। কিন্তু বারবার হাসপাতাল কেন্দ্রিক বিমান হামলা হওয়ায় মানুষ সেখানে চিকিৎসা সেবা নিতে ভয় পাচ্ছে এবং যাচ্ছে না।

এদিকে হাসপাতালকে কেন্দ্র করে বারবার চালানো বোমা হামলাকে 'জঘন্য' বলে মন্তব্য করেছে হোয়াইট হাইজ।

'হোয়াইট হেলমেট' হিসেবে পরিচিত 'দ্য সিরিয়ান সিভিল ডিফেন্স' নামের একটি ভলান্টিয়ার দল জানায়, বিদ্রোহী অধিকৃত আলেপ্পোর পূর্বাঞ্চলে শনিবার চালানো বিমান হামলায় ৬১ জন সাধারণ নাগরিক মারা গেছেন।

উল্লেখ্য, প্রায় তিন সপ্তাহ অস্ত্র বিরতির পর আবারও আলেপ্পোয় বিদ্রোহী অধিকৃত এলাকায় হামলা চালানো শুরু করেছে সিরিয়ান সরকার। সেখানে বর্তমানে স্বাস্থ্য সেবার তীব্র সংকটের পাশাপাশি খাদ্য সংকট দেখা দিয়েছে। খবর বিবিসি। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত