অন্ধ্র উপকূল অতিক্রমের পথে ‘ভারদাহ’
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০১৬, ১৮:৪১
জাগরণীয়া ডেস্ক
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘ভারদাহ’ আরও পশ্চিমে অগ্রসর ও দুর্বল হয়ে ভারতের উত্তর তামিলনাড়ু ও দক্ষিণ অন্ধ্র প্রদেশ উপকূল সোমবার (১২ ডিসেম্বর) বিকেল নাগাদ অতিক্রম করতে পারে।
এর আগে ঘূর্ণিঝড়টি সোমবার (১২ ডিসেম্বর) সকালে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছিল।
আবহাওয়া অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সকাল ৬টায় এটি চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ১৫১০ কি.মি. দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ১৪৭০ কি.মি. দক্ষিণ-পশ্চিমে, মংলা সমুদ্র বন্দর থেকে ১৩৬০ কি.মি. দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে ১৩৭৫ কি.মি. দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।