মোদিকে পাকিস্তানি নারী সাংবাদিকের হুমকি
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০১৬, ১৩:২১
পাকিস্তানি একটি টিভি চ্যানেলের একজন সাংবাদিক ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হুমকি দিয়ে বলেছেন, ‘মোদি সাহেব, আপনাকে অনেক বোঝানো হয়েছে; কিন্তু আপনি কখনই বোঝেননি।’
পারাস খুরশিদ নামের পাকিস্তানের এসএএমএএ চ্যানেলের এক সংবাদ উপস্থাপিকা ‘নিউজ বিটস’ নামে একটি অনুষ্ঠানে মোদিকে উদ্দেশ করে বিভিন্ন কথা বলেন। অনুষ্ঠানটি প্রতি শুক্রবার থেকে রবিবার রাতে সরাসরি সম্প্রচার করা হয়।
ওই অনুষ্ঠানে পারাস খুরশিদ বলেন, ‘প্রতিবার তুমি আসো, তুমি খারাপ উদ্দেশ্য নিয়ে আসো। প্রতিবারই তুমি পিঠ দেখাও, ভয়ে পালিয়ে যাও। প্রতিবার তুমি হেরে যাও, আর প্রতিবার আরো বেশি লজ্জাকরভাবে হারো।’
খুরশিদ এরপর বর্ণনা করেন, কীভাবে ভারতের ড্রোন, হেলিকপ্টার ও বিমান বারবার পাকিস্তানে অনুপ্রবেশ করেছে, আর পাকিস্তান তা বারবার ক্ষমা করেছে।
তিনি আরো বলেন, “যদি পাকিস্তানি সেনা সীমান্ত অতিক্রম করে, তাহলে সেখানে কোনো সম্মান দেখানো হবে না। সেখানে কোনো ‘হনুমান’ থাকবে না এবং সেখানে ‘শক্তিমান’ও থাকবে না। এভাবেই লঙ্কাকাণ্ড ঘটানো হবে।”
‘পাকিস্তান কখনই চায় না, তাদের স্কুলের বইতে এটা পড়ান হোক—ভারত নামে একটি দেশ ছিল, আর সেখানে নরেন্দ্র মোদি নামে একজন প্রধানমন্ত্রী ছিলেন।’