ইন্দোনেশিয়া ভূমিকম্প: নিহতের সংখ্যা বেড়ে ৫২
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০১৬, ১৬:১২
ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশের উপকূলে সাগরতলে ৬.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর নিহতের সংখ্যা বেড়ে ৫২ জন হয়েছে। বুধবার স্থানীয় সময় ভোর ৫টা ৩ মিনিটে সুমাত্রা দ্বীপের উত্তর-পূর্ব উপকূলে সাগরতলের এ ভূমিকম্পে আরও অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন।
ভূমিকম্পে সবচেয়ে ক্ষতিগ্রস্ত পিদি জায়া জেলার ডেপুটি জেলা প্রধান সাইদ মুলিয়াদি জানিয়েছেন, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে তারা আশঙ্কা করছেন।
নিহতদের মধ্যে বেশ কয়েকটি শিশু রয়েছে এবং স্থানীয় হাসপাতালগুলো আহতদের ভিড়ে উপচে পড়েছে বলে জানিয়েছেন তিনি।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, আচেহর বহু ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে আরো বহু মানুষ ধ্বংস্তূপের নিচে আটকা পড়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ ভারী যন্ত্রপাতি নিয়ে উদ্ধার কাজ শুরু করেছে। ভূমিকম্পের কারণে কোনো সুনামির আশঙ্কা নেই বলে ইন্দোনেশিয়ার আবহাওয়া সংস্থা জানিয়েছে।
দেশটির দুর্যোগ ব্যাবস্থাপনা দপ্তরের মুখপাত্র সুতোপো নুগ্রহ এক বিবৃতিতে বলেন, “শক্তিশালী ভূকম্পন অনুভূত হয়েছে; ভবন ধসের আগে অনেকেই আতঙ্কিত হয়ে দৌঁড়ে বেরিয়ে আসেন।”
ভূমিকম্পের পর এক ঘণ্টায় অন্তত পাঁচটি পরাঘাত অনুভূত হওয়ার কথা জানিয়েছে দুর্যোগ ব্যাবস্থাপনা দপ্তর।
উল্লেখ্য, ২০০৪ সালে ৯.২ মাত্রার প্রলয়ঙ্করী এক ভূমিকম্প ও সুনামিতে ভারত মহাসাগরের ঊপকূলে থাকা ইন্দোনেশিয়া ও অন্যান্য দেশের অনেক জনপদ ভেসে যায়। শুধু ইন্দোনেশিয়াতেই এক লাখ ৬০ হাজারেরও বেশি মানুষ মারা যায়।