ফের শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ফুকুশিমা

প্রকাশ : ২৪ নভেম্বর ২০১৬, ১১:৩২

জাগরণীয়া ডেস্ক

ফের শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো জাপানের ফুকুশিমা। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.১। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) ভোরে এ ভূমিকম্প আঘাত হানে ফুকুশিমার দক্ষিণাঞ্চলে।

রাজধানী টোকিও থেকে ২২৫ কিলোমিটার দূরে এ ভূকম্পন অনুভূত হয়। ক্ষয়ক্ষতির কোন তথ্য জানা যায়নি।

জাপানের সংবাদমাধ্যম জানায়, ভূমিকম্পটি রাজধানী টোকিওর ২২৫ কিলোমিটার অদূরে অনুভূত হয়েছে। এর ফলে সমুদ্রস্তরে খানিকটা পরিবর্তন দেখা যেতে পারে, অর্থাৎ উপকূলে পানি বেড়ে যেতে পারে, তবে সেটা সুনামির মতো হুমকি হবে না।

এর একদিন আগেই ৭.৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল ফুকুশিমায়। জারি করা হয়েছিল তাৎক্ষনিক সুনামি সতর্কতা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত